রেল ব্রিজের নিচ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নন্দীগ্রাম ১ ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর গ্রামে। বুধবার সকালে স্থানীয় মানুষজন দেখতে পায় হরিপুর রেল ব্রিজের নিচে এক ব্যক্তিকে পড়ে থাকতে। স্থানীয়রা বুঝতে পারে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নন্দীগ্রাম থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তি দাউদপুরের হবিবপুর গ্রামের বাসিন্দা পরিতোষ জানা। মৃত্যুর কারণ এখনো পরিষ্কার নয়। নন্দীগ্রাম থানার পুলিশ মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু করেছে। স্থানীয় মানুষজনের মত মদ্যপ অবস্থায় পড়ে মৃত্যু হয়েছে। অথবা কোন গাড়ির ধাক্কায় মৃত্যু হতে পারে বলে স্থানীয়দের অনুমান।
Author: ekhansangbad
Post Views: ২০