Select Language

[gtranslate]
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শংকরপুর ফিসারম্যান এন্ড ফিস্ ট্রেডার্স এসোসিয়েশনের কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন

পূর্ব মেদিনীপুর জেলার  রামনগর -১ ব্লকের শংকরপুরে বুধবার সকালে  শংকরপুর ফিসারম্যান এন্ড ফিস্ ট্রেডার্স  এসোসিয়েশনের কমিউনিটি হল এর ভিত্তিপ্রস্তর স্থাপন হল। এই কমিউনিটি হল বিধায়কের এলাকা উন্নয়ন তহবিলের ৪ লক্ষ টাকা  অর্থানুকুল্যে ভিত্তি  স্থাপন হল। বহুদিন ধরে শংকরপুর ফিসারম্যান এন্ড ফিস্ ট্রেডার্স  এসোসিয়েশনের কমিউনিটি হল এর দাবী ছিলো। অবশেষে প্রাক্তন বিধায়ক স্বদেশ নায়কের ঐকান্তিক উদ্যোগে এই প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন হল কমিউনিটি হলের।

এই কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরন সার, প্রাক্তন সভাপতি ও জেলা পরিষদ সদস্যা শম্পা মহাপাত্র,  প্রাক্তন বিধায়ক স্বদেশ রঞ্জন নায়ক,তালগাছড়ি ২ গ্রাম পঞ্চায়েত প্রধান সবিতা খাটুয়া, প্রাক্তন প্রধান বিশ্বজিৎ জানা, পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ স্বপন দলাই, প্রাক্তন পঞ্চায়েত সদস্য আতঙ্ক ভঞ্জন জানা সহ সংগঠনের কর্মকর্তা বৃন্দ।

অখিল বাবু বলেন প্রয়োজনে এই কাজ সম্পূর্ণ করতে বিধায়কের তহবিল থেকে আগামী অর্থবর্ষে আরো কিছু টাকা মঞ্জুর করবেন। এছাড়াও তিনি বলেন সমুদ্র বাঁধ নির্মাণে ও এলাকার উন্নয়নের জন্য  উদ্যোগী হবেন। সংগঠনের পক্ষ থেকে প্রস্তাব করা হয় এলাকায় একটি গঙ্গা মন্দির নির্মাণ করা হবে সকলের সাহায্য সহযোগিতা নিয়ে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read