Select Language

[gtranslate]
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাট্যোৎসব ও প্রতিযোগিতার আয়োজন করলো নোনাকুড়ি সন্দীপন

৩২তম নাট্যোৎসব ও প্রতিযোগিতা আয়োজন করলো নোনাকুড়ি সন্দীপন। বিপুল উৎসাহে উপচে পড়া দর্শকদের ভিড়ে নাট্যোৎসব সফলতা লাভ করে। এ রাজ্যের বিভিন্ন জেলার  ১২ টি নাট্য দল তিনদিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এছাড়াও অনুষ্ঠানের শেষ দিন নাট্য পর্যালোচনা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সন্দীপনের নিজস্ব নাটক ‘বিপুল নিকট’ এবং সবশেষে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘কলম কাঠি’ পরিবেশিত  হয়। সমগ্র নাট্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে কাঁচরাপাড়া  ফিনিক নাট্যগোষ্ঠীর নাটক ‘বার বার ফিরে আসে’। দ্বিতীয় স্থান অর্জন করে কলকাতার বিভাব নাট্য একাডেমী। তাদের নাটক ‘অন্য সম্রাট’। তৃতীয় স্থান অর্জন করে বর্ধমানের ‘অন্য ভাবনা’ নাট্য গোষ্ঠীর নাটক ‘ পাকা’। চতূর্থ, নদীয়ার সূচনা নাট্যগোষ্ঠীর নাটক ‘পুঁটি রামায়ণ’। নাট্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ পরিচালক, অন্য সম্রাট নাটকের নায়ক গুঞ্জন প্রসাদ গাঙ্গুলী। শ্রেষ্ঠ অভিনেতা ‘শরতের কবি’ নাটকের শরৎ ওরফে  অভি সেনগুপ্ত। শ্রেষ্ঠ অভিনেত্রী বর্ধমানের স্বপ্ন অঙ্গন নাট্য গোষ্ঠীর ‘যশোদা মা’ নাটকের রঞ্জনা পাল। শ্রেষ্ঠ শিশু  শিল্পী হিসেবে পুরস্কার পায় ‘পাকা’ নাটকের পাকা ওরফে মৌমী মুখার্জি। ষশ্রেষ্ঠ চরিত্রাভিনেতা হাওড়ার অনামী অঙ্গনের হেমলক নাটকের রঞ্জন মুখার্জি। সমগ্র অনুষ্ঠানটি এলাকার মানুষদের মধ্যে বিগত দিনের মতো এবারেও গভীর আবেগ সৃষ্টি করে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read