পূর্ব মেদিনীপুর জেলার কসবাগোলা হাইমাদ্রাসা স্কুলের ছাত্রছাত্রীরা শুক্রবার কুদিতে এগরা ১ ব্লক ও পঞ্চায়েত সমিতি অফিসে এডুকেশনাল ট্যুর করতে আসে। এ দিন ছাত্রছাত্রীরা এগরা ১ বিডিও অফিসে বিভিন্ন দফতর ঘুরে দেখে। সরকারি বিডিও অফিসে কোন দফতরে কি কাজ হয়, তা সরজমিন পরিদর্শন করে ছাত্রছাত্রীরা। ব্লকের আধিকারিকেরা ছাত্রছাত্রীদের বিভিন্ন দফতর ঘুরে দেখান। ছাত্রছাত্রীরা তাঁদের অভিজ্ঞতার কথা জানান ব্লকের আধিকারিকদের। তবে ছাত্রছাত্রীরা পুরো বিডিও অফিস ঘুরে খুবই আপ্লুত। এক ছাত্রীর কথায়, এ দিন বিডিও অফিস ঘুরে অনেক কিছু জানা হল। অনেক অভিজ্ঞতা হল। এ দিন ছাত্রছাত্রীদের সঙ্গে ছিলেন এগরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ,পঞ্ছায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রভুপদ দাস, জেড়থান গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান বিজন বিহারি সাউ, ব্লক শিক্ষা আধিকারিক শিবুরঞ্জন সিং প্রমুখ।
Author: ekhansangbad
Post Views: ৮২