রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারী ভন্ড সনাতনি,তাই দিঘায় জগন্নাথ মন্দির নির্মানে তার কষ্ট হচ্ছে।শুভেন্দুর বিরুদ্ধে এই অভিযোগ তুলে এবং তাঁর আচরনের প্রতিবাদে দিঘায় ধিক্কার মিছিল করলো তৃনমূল।সেই সাথে এই মিছিল থেকে দিঘা পর্যটন শহরকে সাজিয়ে তোলার জন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
বুধবার নতুন দিঘা থেকে পুরানো দিঘা পর্যন্ত তৃনমূল কর্মীরা মিছিল করে। মিছিল থেকে দুঘাতে জগন্নাথ দেবের মন্দির নির্মাণ করে পর্যটকদের কাছে এই সৈকত শহরকে আকর্ষণীয় করে তোলার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করা হলো।
এই মিছিলের নেতৃত্ব দেন পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি । অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ জানা,সংখ্যালঘু সেলের সভাপতি আনোয়ার উদ্দিন ,জেলা পরিষদের সদস্যা শম্পা মহাপাত্র ,রামনগর-১ ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি উত্তম দাস ,কাঁথি সাংগঠনিক জেলার তৃনমূল কংগ্রেসের সম্পাদক বিশ্বরঞ্জন মিশ্র সহ অন্যান্য নেতৃত্ব।
সুপ্রকাশ গিরি বলেন দিঘায় নির্মিয়মান জগন্নাথ দেবের মন্দিরকে কেন্দ্র করে রাজ্য বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী অপপ্রচার করছে,কুৎস্যা করছে।সুপ্রকাশ বলেন সনাতনি ধর্মালম্বীদের আবেগকে আঘাত দিয়ে জগন্নাথ দেবের মন্দিরকে সাংস্কৃতিক মঞ্চের সঙ্গে তুলনা করছে শুভেন্দু।বলেন শুভেন্দুর এই আচরনের তীব্র প্রতিবাদ ও ধীক্কার জানানো হলো এই মহা মিছিলের মাধ্যমে।