Select Language

[gtranslate]
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার টি-২০ চ্যালেঞ্জ কাপে বালিচক ও কন্টাই দলের জয়জয়কার

কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত টি – টুয়েন্টি সিএসএসএ চ্যালেঞ্জ কাপে আজ দুটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম অনুর্ধ্ব ১৩ যে দুটি দল অংশগ্রহণ করে বালিচক অরবিন্দ ক্রিকেট কোচিং সেন্টার ও রামনগর স্পোর্টস এ্যাসোশিয়ান। টসে জিতে বালিচক রামনগর কে ব্যাট করতে পাঠায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে  ৯৯ রান করে। পরে বালিচক ব্যাট করতে নেমে ১৫.৪ ওভারে ৫ উইকেটে ১০০ রান করে। ফলে বালিচক ৫ উইকেটে জয়লাভ করে। বালিচকের নীলাদ্রি বাগ মৃত্যুঞ্জয় দাস অধিকারী স্মৃতি  ম্যান অফ দি ম্যাচের ট্রফি লাভ করে।
দিনের দ্বিতীয় খেলা অনুর্ধ্ব ১৮ যে দুটি দল অংশগ্রহণ করে কন্টাই ক্রিকেট কোচিং সেন্টার ও বালিচক অরবিন্দ ক্রিকেট কোচিং সেন্টার। টসে জিতে বালিচক বোলিং করার সিন্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভার কন্টাই ক্রিকেট কোচিং সেন্টার ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান করে। প্রত্তুতরে বালিচক ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ৯০ রানে সকালে আউট হয়ে যায়। ফলে কন্টাই কোচিং সেন্টার ৮০ রানে জয় লাভ করে।

কন্টাই ক্রিকেট কোচিং সেন্টারে শুভম মাইতি ৩৫ বলে ৭১ রানে অপরাজিত থেকে মৃত্যুঞ্জয় দাস অধিকারী স্মৃতি ম্যান অফ দি ম্যাচের ট্রফি লাভ করে। এই দুটি পুরস্কার তুলে দেন ট্রফির দাতা তৎ সহ সভাপতি সতীনাথ দাস অধিকারী, সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা ও চঞ্চল মাইতি। দুই আম্পায়ার রাজীব জানা ও লাকি খাঁন। অন লাইন স্কোরার গৌরব রথ ও অভয় প্রধান।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read