কাঁথি জনমঙ্গল সমবায় সমিতির সভাকক্ষে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা হয় বৃহস্পতিবার।
উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক । কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি পন্ডা। এগরা বিধানসভার বিধায়ক ও সাংগঠনিক জেলা চেয়ারম্যান তরুণ কুমার মাইতি,প্রাক্তন বিধায়ক ও সাধারণ সম্পাদ অমিয়কান্তি ভট্টাচার্য, মৃণাল কান্তি দাস, সংগঠনিক জেলার আই এন টি টি ইউ সির সভাপতি বিকাশ বেজ,জেলা সম্পাদক ও জেলা মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা । কাঁথি শহর তৃণমূলে সভাপতি হরিসাধন দাস অধিকারী, সমস্ত জেলা পরিষদ সদস্য, জেলা কমিটির সদস্য।
– সমস্ত ব্লক সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি বৃন্দ। আজকের আলোচনা সভাটি নেতৃত্বের ঐক্য ও পরিকল্পনার নির্ধারণে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। সভায় উপস্থিত কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি পন্ডা, যিনি নিজেই সভায় সভাপতিত্ব করেন। তাঁর দক্ষ নেতৃত্ব এবং অন্যান্য বিশিষ্ট নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণ সভাটিকে আরোও সাফল্যমণ্ডিত করেছে বলে দাবি।
সম্মিলিত মতামত ও দিকনির্দেশনায় আজকের এই আলোচনা শুধুমাত্র সংগঠনের ভবিষ্যৎ পথ নির্ধারণ নয়, বরং দলীয় ঐক্যের একটি গুরুত্বপূর্ণ নজির গড়ে তোলে। নেতৃবৃন্দের কার্যকর উপস্থিতি এই সভার প্রতিটি মুহূর্তকে আরও প্রভাবশালী এবং ফলপ্রসূ করে তুলেছে।আলোচনার মূল বিষয ছিল কন্টাই কার্ড ব্যাংক প্রতিনিধি নির্বাচন সংক্রান্ত আলোচনা এবং দলের আগামী কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন।