Select Language

[gtranslate]
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মন্দারমণির হোটেলে তৃণমূল নেতার মৃতদেহ উদ্ধার

পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর মন্দারমণির হোটেল থেকে এক তৃনমূল নেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। বান্ধবী-সহ চারজন মিলে শুক্রবার মান্দারমনির এক হোটেলে উঠেছিলো  আমডাঙার এই তৃণমূল নেতা।সেই হোটেলে থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়। খুন নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় তৃণমূল নেতার বান্ধবীকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনা সংক্রান্ত তথ্যের খোঁজ করছেন তদন্তকারীরা।তবে মৃতের স্ত্রী খুনের অভিযোগ করছেন

পূর্ব মেদিনীপুরে অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) শুভেন্দ্র কুমার বলেন, মান্দারমনির একটি হোটেলে এক যুবকের ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে। আমরা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ওই ব্যক্তির সঙ্গে থাকা এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।

জানা গেছে মৃতের নাম আবুল নাসার (৩৪)।আমডাঙার আদহাটা পঞ্চায়েত এলাকায় বাড়ি আবুলের। তাঁর স্ত্রী ওই পঞ্চায়েতের উপপ্রধান। আবুলও দীর্ঘ দিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

মন্দারমণি কোস্টাল থানার পুলিশের প্রাথমিক অনুমান  তৃণমূল নেতা আবুলের সম্পর্কের মধ্যে জটিলতা ছিল। প্রাথমিক ভাবে তাঁরা জেনেছেন এই তৃণমূল নেতার সাথে তাঁর বান্ধবী মান্দারমনি বেড়াতে এসে অন্য এক পুরুষের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। সে নিয়ে মনোমালিন্য হয়। তার পরেই হোটেলের ঘর থেকে যুবকের দেহ উদ্ধার হয়েছে। তাই প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। তবে নিশ্চিত হওয়ার জন্য দেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে।

আবুলের মৃত্যসংবাদ বাড়িতে পৌঁছনোর পর এটি খুনের ঘটনা বলে অভিযোগ করছে তার পরিবার। তারা জানিয়েছে, বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন আবুল।সেখানেই তাঁকে খুন করা হয়েছে

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read