রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় ফের ব্যার্থ হল বিজেপি।পূর্ব মেদিনীপুরের ভগবান ১ ব্লকের শটুপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির নির্বাচনে তৃনমূলকে হারাতে সিপিএমের সাথে জোট করেও জয়ী হতে পারলোনা বিজেপি।
এই সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির সদস্য সং্খ্যা ১২টি।শনিবার সব আসনে ভোট হয়। মোট ভোটার ৫৭১ জন। ফলাফল ঘোষণা হতেই দেখা যায়, ৯টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। বাকি ৩টি আসনে ‘জোট প্রার্থী’রা জয়লাভ করে।
স্থানীয় তৃনমূল নেতারা জানিয়েছেন তাঁদের পরাজিত করার জন্য সিপিএম ও বিজেপি গোপন আঁতাঁত করেছিলো। ফলে তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াই হয় বিরোধীদের।তারপরেও শুভেন্দু অধিকারীর দল বিজেপি ক্ষমতা দখলে ব্যার্থ
Author: ekhansangbad
Post Views: ৯