Select Language

[gtranslate]
৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তমলুকে পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা যুব সম্মেলন

অভয়ার ন্যায় বিচারের দাবিতে, সকল কর্মক্ষম বেকার যুবকদের কর্মসংস্থান, সরকারি সমস্ত শূন্যপদে নিয়োগের দাবিতে, অপসংস্কৃতি- অশ্লীলতা- সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে এবং বাজকুল-নন্দীগ্রাম দ্রুত ট্রেন লাইন চালুর দাবিতে যুব সংগঠন এআইডিওয়াইও এর পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার প্রথম যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। ২২ ডিসেম্বর তমলুক বার অ্যাসোসিয়েশন হলে।
সম্মেলনকে সামনে রেখে সকাল ৯ টায় হাসপাতাল মোড় থেকে দেড়শতাধিক যুবকদের নানান দাবিতে উদ্দীপ্ত মিছিল তমলুক শহর পরিক্রমা করে।
সম্মেলনের প্রতিনিধি অধিবেশনের কাজ এসইউসিআই(কমিউনিস্ট) এর পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার সম্পাদক প্রনব মাইতি’র বক্তব্যর মধ্য দিয়ে শুরু হয়। বক্তব্য রাখেন AIDYO’র রাজ্য সম্পাদক মলয় পাল,সংগঠনের সর্বভারতীয় সভাপতি নিরঞ্জন নস্কর বক্তব্য রাখেন। তিনি মূল্যবৃদ্ধি,বেকারি, চাকরির নিয়োগ পরীক্ষায় ব্যাপক দুর্নীতি, যুবকদের নীতি-নৈতিকতা মূল্যবোধকে ধ্বংস করতে সরকারি উদ্যোগে মদ ও মাদকদ্রব্যের ব্যাপক প্রসার ঘটানোর বিরুদ্ধে শক্তিশালী যুব আন্দোলন গড়ে তোলার আহ্বান তিনি জানান। মঞ্জুশ্রী মাইতিকে সভাপতি, আশিস দোলাইকে সম্পাদক করে ২৭ জনের জেলা কমিটি এবং ২৯ জনের জেলা কাউন্সিল গঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য স্নেহলতা সাউ। আগামী দিনে জেলা জুড়ে যুব জীবনের সমস্যা সমাধানের দাবিতে দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোমার আহ্বানের মধ্য দিয়ে শেষ হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read