Select Language

[gtranslate]
৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নোনাকুড়িতে মা-বোনেদের সম্মেলন

আজ পূর্ব মেদিনীপুর জেলার নোনাকুড়িতে দেড় শতাধিক মা-বোনেদের উপস্থিতিতে বল্লুক হাইস্কুলে মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের আহ্বানে এই সম্মেলনে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর প্রতিনিধি অধিবেশন শুরু হয়। মূল প্রস্তাবের উপর আলোচনার পরে জেলা সভানেত্রী সিক্তা মাজী ও জেলা সম্পাদিকা প্রতিমা জানা বক্তব্য রাখেন। মহিলা সাংস্কৃতিক সংগঠনের উদ্দেশ্য ও কর্তব্য সম্পর্কে মূল আলোচনা করেন সংগঠনের সর্বভারতীয় কমিটির অন্যতম নেত্রী ডঃ মহুয়া নন্দ।


উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদকমন্ডলী সদস্য বেলা পাঁজা। অপর্ণা ভৌমিক কে সভানেত্রী, অঞ্জলী সামন্ত সম্পাদিকা,অম্বিকা জানা সহ সম্পাদিকা ও মঞ্জুরী মাইতিকে কোষাধ্যক্ষ করে ৩৬ জনের আঞ্চলিক কমিটি গঠিত হয়েছে। রাজ্য কমিটির সদস্য সবিতা সামন্ত জানান এই সম্মেলনে এলাকার মা বোনেদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে। এই এলাকায়  মা বোনেদের উপর যে কোনও ধরনের অত্যাচারের বিরুদ্ধে এবং মদ, অশ্লীলতা, অপসংস্কৃতির বিরুদ্ধেও এই কমিটি লড়াই করবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read