Select Language

[gtranslate]
৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তমলুকে পুকুর থেকে নবজাতকের দেহ উদ্ধার

প্রশাসনের তরফ থেকে একাধিকবার বিভিন্ন জায়গায় ভ্রুণ হত্যা বন্ধ করার জন্য সচেতনতা মূলক শিবিরের আয়োজন করার পরেও সচেতন হচ্ছে না সাধারণ মানুষেরা। রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার চাপ বসান গ্রামের দাসপাড়া এলাকায় একটি পুকুর থেকে উদ্ধার হল নবজাতক শিশুর মৃতদেহ।

সকালে গ্রামবাসী পুকুরে অস্বাভাবিক কিছু ভাসতে দেখে সেটা  বাঁশ দিয়ে উপরে তুলে আনে।তখন দেখা যায় এটি একটি মৃত শিশুর দেহ। এরপরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় তমলুক থানায়।

খবর পেয়ে ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। গ্রামের ভেতরে এই পুকুরে কোথা থেকে এলো এই মৃত শিশুর দেহ উত্তর দিতে পারছেন না এলাকার বাসিন্দারা।

আগামী দিনে যাতে এই এলাকায় যাতে এমন  ঘটনা আর না ঘটে তাই পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে নজর রাখা হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ প্রদ্যুত মাঝি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read