Select Language

[gtranslate]
৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বারুইপুরে কয়েকটি জায়গার স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির হয়

প্রদীপ কুমার সিংহ:-বারুইপুরে রবিবার বিভিন্ন জায়গায়  রক্তদান শিবির, বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষার শিবির এবং চক্ষু পরীক্ষার শিবির হয়। বারুইপুর মাদারাট কালীতলার কাছে  নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় রক্তদান উৎসব ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার প্রথম বছরের শিবির হয়। এই সঙ্গে বিনামূল্যে চক্ষু পরীক্ষা চশমা প্রদান এবং স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা করার পর ঔষধ বিনামূল্যে দেওয়া হয়। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বারুইপুরের পশ্চিম বিধানসভা বিধাতা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মদক্ষ জয়ন্ত ভদ্র বারুইপুর পৌরসভার  উপপিতা গৌতম দাস, মাদারাট গ্রাম পঞ্চায়েতের প্রধান রক্ষিত নস্কর, গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন সদস্য সদস্যগণ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।এই রক্তদান শিবিরের পরিচালনায় ছিলেন নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ উপ সমিতি মাদরাট গ্রাম পঞ্চায়েত। কলকাতার একটি বেসরকারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় প্রায় ৫০ জন রক্তদাতা স্বইচ্ছায় রক্ত দান করেন এখানে। সেই সঙ্গে প্রায় ১৬০ জন মানুষ তাদের চক্ষু পরীক্ষা করান বিনামূল্যে এবং ওষুধ ও চশমা নেন এই শিবির থেকে। বিনামূল্যের স্বাস্থ্য শিবিরেও প্রায় ২৫০ জন বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ এই স্বাস্থ্য শিবিরে তাদের স্বাস্থ্য পরীক্ষা করার বিশিষ্ট ডাক্তার দ্বারা। এই শিবিরে ছিলেন অস্থি বিশেষজ্ঞ ডাক্তার, মেডিসিন জেনারেল, চেস্ট পরীক্ষারসহ বিভিন্ন ডাক্তাররা এখানে উপস্থিত ছিলেন।
চক্ষু পরীক্ষা যারা করেছেন তাদের ছানি অনেকেরই ধরা পড়েছে তাদের বিনামূল্যে অন্য জায়গায় অপারেশন করবে এই সংস্থা।
পাশাপাশি বারুইপুর পৌরসভা ১৪ নম্বর ওয়ার্ডের পোয়ালে ডাঙ্গার বিভিপি শ্যামা সঙ্গের পরিচালনায় হিউম্যান রাইট কাউন্সিল অফ ইন্ডিয়ার উদ্যোগে প্রথম বছরের রক্তদান শিবির হয় পোয়ালা ডাঙ্গার শীতলা মন্দির প্রাঙ্গণে। একটি বেসরকারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় প্রায় ৫০ জন রক্তদাতা স্বইচ্ছায় রক্ত দান করেন। এখানে উপস্থিত ছিলেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর পৌরসভার পৌরপিতা শক্তি রায়চৌধুরী, উপ পৌর পিতা গৌতম দাস, বারুইপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তথা এলাকার পৌর মাতা সংগীতা মন্ডল কয়েল দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মদক্ষ জয়ন্ত ভদ্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিমান বন্দ্যোপাধ্যায়ের তার বক্তব্যে বলেন বিজ্ঞানীরা এখনো রক্ত তৈরি করতে পারেনি। চাঁদে মানুষ পাঠাতে পেরেছে। চাঁদের জমি কেনার জন্য সার্ভে করছে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে মানুষ পাঠাবে আগামী দিনে, কিন্তু রক্ত তৈরি হতে গেলে মানুষের দেহেই রক্ত তৈরি হয়। গৌতম দাস বলেন আগামী ২০২৬ এর মধ্যে প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে আশা করছেন।

বারুইপুর মাদারাট আর জি পার্টির পরিচালনায় তৃতীয় বছরের বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির হয় মাদারহাট বটতলা আরজিব পার্টির ক্লাব পার্শ্বস্থ ময়দান এলাকায়। একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় সোনাবপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির হয়। এই শিবির আরম্ভের সকাল আটটার সময় তার চলে দুপুর ২ টো পর্যন্ত। তবে এই শিবিরের মাঝারি বয়সের পাশাপাশি বয়স্ক মানুষ বেশি অংশগ্রহণ করে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read