Select Language

[gtranslate]
৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিউটাউন ডেকেয়ারে শিশুরা পালন করলো ক্রিসমাস কার্নিভাল

কেকা মিত্র :- শনিবার নিজস্ব ক্যাম্পাসে বিশেষ ভাবে সক্ষম শিশুদের জন্য ক্রিসমাস কার্নিভালের আয়োজন করেছিলো। বিধায়ক তাপস চ্যাটার্জী এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন। মূলত যে বা যারা বিশেষ ভাবে সক্ষম  শিশু এবং এই নিউটাউন ডে কেয়ার এর সাধারণ শিশুদের জন্য অঙ্কন প্রতিযোগিতা এবং শিশুদের জন্য কিছু উপহারের আয়োজন ছিলো।তাই আজ বড়দিনের আগেই নিউটাউন ডেকেয়ারে ক্রিসমাস কার্নিভালের আয়োজন করা হয়েছিলো। প্রয়োজন নামক এনজিও  এর সাথে যুক্ত ছিলো। সবমিলিয়ে ১৫০ জন শিশু এই অনুষ্ঠানে আঁকা প্রতিযোগিতা, বিনোদন এবং উৎসবে অংশ গ্রহণ করে। তাদের সাথে ছিলো তাদের অভিভাবক।

এই অনুষ্ঠানের উদ্বোধন করে বিধায়ক তাপস চ্যাটার্জি বলেন, “আমি শর্মিলি শাহ এবং সুদীপ কুণ্ড, ট্রাস্টি, নিউটাউন ডে কেয়ারকে ধন্যবাদ জানাতে চাই,  আজ এই অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। আমি নিউটাউন ডে কেয়ারের সকল ছাত্র ছাত্রীদের এবং শিক্ষকদের আমার শুভেচ্ছা জানাই। বিদ্যালয়টি শিশুদের নৈতিক শিক্ষা, সাংস্কৃতিক ও খেলাধুলা প্রদান করে চলেছে। এর পাশাপাশি  আনন্দের কথা হলো যে স্কুলটি প্রয়োজন নামক এনজিও এর সাথে সহযোগে  বিনোদন মূলক নানা অনুষ্ঠান একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছে। আমি নিউটাউন ডে কেয়ার কর্তৃপক্ষের কাছে সত্যিই কৃতজ্ঞ যে তারা বিশেষ চাহিদা  সম্পন্ন শিশুদের শিক্ষা প্রদান করে। আমি আগামীদিনে  নিউটাউন ডে কেয়ার কে সব রকম ভাবে সহযোগিতা করবো।

নিউটাউন ডেকেয়ারের পরিচালক  শর্মিলি শাহ এক সাংবাদিক সন্মেলনে জানালেন, _“ক্রিসমাস হল আনন্দের দিন, এইখানে আমাদের ছাত্র- ছাত্রীরা , তাদের  অভিভাবক এবং কর্মীরা সবাই আজ এই উৎসবে মিলিত হয়েছি। এই অনুষ্ঠানটি কেবল মাত্র ক্রিসমাস উদযাপনের জন্য নয় বরং শিশুদের প্রতি সহানুভূতি, মানবিকতা এবং সহনশীলতাবোধ জাগিয়ে তোলা আমাদের মূল  লক্ষ্য।

এই অনুষ্ঠানে  নিউটাউন ডেকেয়ারের পরিচালক  সুদীপ কুণ্ড জানালেন _”আমাদের শিশুদের এবং তাদের পরিবারের মুখে আনন্দ ও উত্তেজনা দেখে আমি আনন্দিত। এই নিউ টাউন ডে কেয়ার এ লেখাপড়ার পাশাপাশি সবরকম ভাবে মানসিক বিকাশের দিকে নজর রাখা হয়। নিউটাউন ডেকেয়ার বিশেষ শিক্ষা প্রদানের জন্য একটি বিশেষ শিক্ষা উইং পরিচালনা করে এখানে, যা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একাডেমিক বৃদ্ধির জন্য বিশেষ ভাবে পরিকল্পিত হয়েছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read