পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার ৮নং ওয়ার্ডের চন্ডী কলোনিতে প্রতিবন্ধীদের শিক্ষা ও কর্মসংস্থানের উদ্দেশ্যে ভারত সরকারের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয় অনুমোদিত একটা সেন্টার চালু হলো। “ফেরাও আলো “হেলথ এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় এই সেন্টারের উদ্বোধন হয়। ফিতা কেটে এই সেন্টারের উদ্ধোধন করেন কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা ঐ ওয়ার্ডের কাউন্সিলর ড.নিরঞ্জন মান্না। উপস্থিত ছিলেন সহ সোসাইটির কর্মকর্তা প্রগতি জানা,প্রধান শিক্ষক ওঁকারনাথ মান্না, সুভাষচন্দ্র মাঝি, চিত্তরঞ্জন চন্দ্র, শিবাশীষ সাউ, উত্তম মণ্ডল, গৌতম মন্ডল, অশ্বিনী সাউ,অতুল সাউ সহ প্রশিক্ষক গণ ও প্রতিবন্ধী শিশু এবং তাদের অভিভাবকগণ।
ভাইস চেয়ারম্যান তাঁর বক্তব্যে এই সোসাইটির মহতী উদ্যোগের ভূয়শী প্রশংসা করে বলেন,প্রতিবন্ধী শিশুরা যাতে সমাজে সুস্থ ও স্বাভাবিক ভাবেই জীবন যাপন সহ পড়াশোনা করতে পারে তার জন্য আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য আছে। ঐ সকল শিশুদের প্রতি আমাদের মানবিক হতে হবে। প্রতীবন্ধী শিশুরা সমাজের মূলস্রোত থেকে যাতে বিচ্ছিন্ন না হয় সে দিকে সকলের দৃষ্টি দেওয়ার অনুরোধ জানান। সোসাইটির কর্মকর্তা গণ এই সেন্টারের উন্নতিতে সকলের সহযোগিতা কামনা করেন।