পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্ক ও তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক -এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য অভিনন্দন জ্ঞাপন সভা হলো। তৃণমূল সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভের জন্য সমর্থকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানাতে রবিবার এই কৃতজ্ঞতা সভার আয়োজন করা হয়।
এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার,পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক উত্তম বারিক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত ব্যানার্জি এবং মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক চক্রবর্তী ।
মঞ্চ থেকে সমস্ত সমর্থক ও ভোটারদের প্রতি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য ৮ ডিসেম্বর তমলুক কার্ড ব্যাংক ও ১৫ ডিসেম্বর কন্টাই কো অপারেটিভ ব্যাংকের নির্বাচনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করে। মানুষের এই সমর্থন ও তৃণমূলের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানানো হয়।