রোটারি ক্লাব অফ কন্টাই ব্যবস্থাপনায় পিয়ারলেস হসপিটালের সহযোগিতায় বিনামূল্যে মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবির হলো রবিবার ক্লাব ভবনে।শিবিরে হৃদরোগ, ক্যান্সার ও নাক কান গলার চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা শিবিরে সাংবাদিক বৈঠকে বিশিষ্ট কার্ড়িও থোরাসিক বিশেষজ্ঞ ডাক্তার প্রিয়দর্শন কোনার বলেন সাধারণ মানুষকে হৃদরোগ সম্পর্কে সচেতন করা এবং সহজে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই ধরনের শিবির বিভিন্ন জায়গায় করা হয়। তিনি হৃদরোগ সম্পর্কে বিশেষ বিশেষ লক্ষণ এবং তার প্রতিকারের ব্যবস্থা গ্রহণের কথা তুলে ধরেন।সুগার রোগের মহামারী দিক তুলে ধরেন। সুগার থেকে হৃদরোগ বাড়ছে বলেও জানান। ফাস্টফুড খাওয়ার ক্ষতিকারক দিব তুলে ধরেন। সামনে নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার শুভদীপ দাস নাক কান গলার রোগের বিভিন্ন দিক তুলে ধরেন।মোবাইলের হেডফোন ও ইয়ারফোনের ব্যবহারের অসুবিধার দিকগুলি তুলে ধরেন।
সর্বোপরি কানের ক্ষেত্রে এবং হৃদরোগের ক্ষেত্রে ডিজে বক্সের মারন দিক তুলে ধরেন। পিয়ারলেস হাসপাতালে মার্কেটিং আধিকারিক দেবাশীষ খাঁন বলেন এদিনের শিবিরের পরবর্তী পর্যালোচনা এর সুবিধা তারা দেবেন। পেয়ারলেস হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা দেওয়া হয়। এই ধরনের সচেতনতামূলক শিবির শহর এবং গ্রামে করে থাকেন পিয়ারলেস হাসপাতাল কর্তৃপক্ষ। এদিনের শিবিরে ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার প্রগতি সিংহাল, হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রিয়দর্শন কোনার,নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার শুভদীপ দাস চিকিৎসা পরিষেবা দেন। এছাড়াও একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞ ডাক্তার বাবুগন। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ কন্টাই সভাপতি সুতনু পতি, ইনার হুইলের সভাপতি রিনা মাইতি, গৌতম রায়, কৃষ্ণেন্দু মাইতি সহ অন্যান্য সদস্য সদস্যাবৃন্দ। এদিনের শিবিরে শতাধিক মানুষ কে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় বলে রোটারি ক্লাব অব কন্টাই সভাপতি সুতনু পতি দাবি করেন।