পর্যটন কেন্দ্র তাজপুরে তাজপুর সি কোস্ট হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের ১৫ তম বার্ষিক সম্মেলন রবিবার হল।এদিন পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সম্মেলনের শুভ উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। উপস্থিত ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার, তালগাছারী ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা খাটুয়া,সংগঠনের সভাপতি শান্তি পদ পতি, সম্পাদক শ্যামল দাস সহ অন্যান্য সদস্যবৃন্দ।
শ্যামল দাস বলেন সম্মেলনে অখিল বাবু এলাকা উন্নয়নের জন্য চেষ্টা চালাবেন। হোটেল মালিকদের সমস্যা সমাধানের ও উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। শ্যামল বাবু বলেন তাজপুর এলাকায় জমির মিউটেশন কোন এক অজ্ঞাত কারণে বন্ধ ছিল। অখিল বাবুর প্রচেষ্টায় এখন থেকে মিউটেশন এর ক্ষেত্রে কোন বাধা থাকল না এমন একটি নির্দেশিকা সংগঠনের হাতে নবান্ন থেকে এসে পৌঁছেছে। যার কারনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিল গিরিকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।