অটো চালকদের সংগঠিত করতে ইউনিয়নের শুভ উদ্বোধন হলো। মঙ্গলবার কাঁথি সাংগঠনিক জেলার দক্ষিণ সন্দলপুর হইতে কালিনগর পর্যন্ত অটো চালকদের সংগঠিত করে অটো পরিবহনের ইউনিয়নের শুভ উদ্বোধন হলো। ফিতা কেটে ইউনিয়নের শুভ উদ্বোধন করলেন কাঁথি সাংগঠনিক জেলার আই এন টি টি ইউ সি র সভাপতি বিকাশ চন্দ্র বেজ, কাঁথি সাংগঠনিক জেলার মুখপাত্র অপরেশ সাঁতরা, কাঁথি সাংগঠনিক জেলা আই এন টি টি ইউ সির কোষাধ্যক্ষ রাইকমল মন্ডল, আই এন টি টি ইউ সি র পটাশপুর ২ ব্লক সভাপতি গোবিন্দ নন্দ গোস্বামী, আই এন টি টি ইউ সি র কাঁথি ৩ ব্লক সভাপতি অশোক জানা,আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত প্রধান ও অটো ইউনিয়নের নেতৃত্ব মালেক আলী খান ও অন্যান্য নেতৃত্ব।
এই ইউনিয়নের ফলে এলাকার সমস্ত অটো চালক সংগঠিত ভাবে চলতে পারবে। বিভিন্ন সমস্যা দলবদ্ধভাবে মেটাতে পারবে।
Author: ekhansangbad
Post Views: ৮