প্রদীপ কুমার সিংহ :- বড়দিন উপলক্ষে বাড়ি করে বিভিন্ন গির্জায় বুধবার সকালে প্রার্থনা হল। যদিও মঙ্গলবার রাত্রি সাড়ে দশটায় প্রতিটা গির্জায় নিশার আয়োজন করেছিল। সকাল থেকেই চার্চ গুলিতে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের ভিড় হয়। বারুইপুর থানা অন্তত কল্যানপুর স্টেশন সংলগ্ন এলাকায় সেন্স স্টিপেন্স চার্চে প্রার্থনা আরম্ভ হয় সকাল সাড়ে সাতটায়। কল্যাণপুর ছাড়াও বারুইপুর বিভিন্ন এলাকা থেকে মানুষ গিয়ে প্রার্থনা করে। সাত দিনব্যাপী ওই চার্চে অনুষ্ঠান চলবে।
হাসপাতালে সেন্ট, চার্চে প্রার্থনা শুরু হয় সকাল নটার সময়। বারুইপুর খাস মল্লিক বারুইপুর ক্যাথিডাল চার্চে বুধবার সকাল আটটা থেকে প্রার্থনা আরম্ভ হয়। বড়দিন উপলক্ষে চার্চ সংলগ্ন এলাকায় মেলা বসেছে। বাচ্চাদের খেলনা জিলাপি পাপরি চাট ইত্যাদি জিনিস নিয়ে মেলা বসেছে। মানুষের সঙ্গে কথা বলে জানা যায় আর তারা ভগবান যীশু খ্রীষ্টের কাছে ভালো সবার ভালো করার জন্য প্রার্থনা করতে আসে। এই চারটে সন্ধ্যা থেকে হাজার হাজার মানুষের ভিড় করেছে। বহু দূর দূর থেকে এই চার্চে প্রার্থনা করতে এসেছেন এবং সুসজ্জিত চার্চ আনন্দ উৎফুল্ল হয়েছে।