Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যৌতুকের দাবিতে একমাসের নববধূ খুন, স্বামী গ্রেপ্তার

প্রদীপ কুমার সিংহ :- যৌতুকের সব জিনিস দিতে না পারায় খুন হল একমাসের নববধূ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর থানা অন্তত সোনারপুর কালিকাপুর ফুরোগাছি এলাকায়।
যৌতুক হিসেবে পালঙ্ক দিতে না পারায়  বিয়ের এক মাসের মাথায় স্ত্রীকে খুনের অভিযোগ। বরপনের দাবীতে বিয়ের পর থেকেই স্ত্রীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হত বলে অভিযোগ। স্ত্রীকে খুনের অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনায় স্বামী অরুপ নস্কর, শ্বশুর প্রণব নস্কর, ভাসুর স্বরুপ নস্কর ও বৌদি পুজা নস্করের বিরুদ্ধে সোনারপুর থানার খুনের অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার ডিএসপি ক্রাইম ফয়সেল বিন আহমেদ।

দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের চন্দনেশ্বর থানা এলাকাবাসিন্দা সীতা মন্ডল (১৮) এর সাথে দেখাশোনা করে বিয়ে হয় সোনারপুর থানা এলাকার কালিকাপুর মুড়োগাছির বাসিন্দা অরুপ নস্করের সাথে। মাত্র এক মাস আগে ১৭ই নভেম্বর বিয়ে হয় তাদের। স্বামী অরুপ নস্কর কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় একটি লেদার কারখানায় কাজ করত। বিয়ের পর থেকেই পনের দাবিতে তার উপর অত্যাচার চালানো হত বলে অভিযোগ। ২৪শে ডিসেম্বর রাতে শেষবারের মত পরিবারের সাথে কথা হয়। ২৫ শে ডিসেম্বর সকালে বারবার বাবা ও মা  সীতার ফোনে ফোন করলেও ফোন ধরেনি। দুপুরবেলা মেয়ের বাবাকে ফোন করে মেয়ে মারা গিয়েছে বলে জানানো হয়। ধৃত  ব্যক্তিকে সোনারপুর থানার পক্ষ থেকে বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read