পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভা ৩নং ওয়ার্ডের বড় দারুয়া সমাজ কল্যাণ সংঘের পরিচালনায় ও দারুয়া লায়ন্স ক্লাবের সহযোগিতাতে স্বেচ্ছায় রক্তদান শিবির, বৃক্ষরোপণ কর্মসূচি ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় ক্লাব প্রাঙ্গণ মাঠে। স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন কাঁথি পৌরসভার পৌর প্রধান সুবল কুমার মান্না, উপস্থিত ছিলেন কাঁথি দেশপ্রাণ ব্লক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ জানা, কাঁথি পৌরসভা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর অতনু গিরি, বিশিষ্ট সমাজসেবী সংখ্যালঘু নেতা সেক সাত্তার, লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২সি ১-র জোন চেয়ারম্যান সুস্মিত মিশ্র, বিশিষ্ট শিক্ষক ইমরান আলি খাঁন, দারুয়া লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট ফরিদ মল্লিক, সেক আনাস উদ্দিন,সেক হাসান আলি, আইনজীবী মনজুর রহমান খান, সেক নজরুল উদ্দিন, সেক মুক্তার আলি, সেক শামসুদ্দিন রহিম,সেক আবেদ উদ্দিন প্রমুখ।
এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবিরে ৫০ জনের বেশি পুরুষ ও মহিলা রক্তদান করেন। এই রক্ত সংগ্রহ করেন কাঁথি মহাকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক এবং ১৫০ জনের বেশি মানুষ স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করেন। চিকিৎস্যকদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ সমীর কুমার দে, ডাঃ দিলীপ জানা ও রুহুল আমিন।
ক্লাব প্রাঙ্গণে মাঠে একটি বকুল গাছ বৃক্ষরোপণ করা। বলে জানিয়েছেন ক্লাবের সভাপতি সেক দিলওয়ার উদ্দিন,সহ-সভাপতি সেক আসমান আলি কর্মসূচিকে সফল করার জন্য এলাকাবাসী সহ সকল ক্লাবের সদস্য আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানিয়েছেন বড় দারুয়া সমাজ কল্যাণ সম্পাদক সেক রবিউল,সহ- সম্পাদকের সেক সাত্তার। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক বশির আহমেদ।