Select Language

[gtranslate]
১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বৃত্তি পরীক্ষায় নজির, সাতমাইলের অরিন মহাপাত্র পেল ৩৮৭ নম্বর

প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ (প:ব:) পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষা তথা বৃত্তি পরীক্ষায় এবছর সাতমাইল হাই স্কুল সেন্টারে প্রতিবছরের মতন এবছরও হয়েছিল।  বিগত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ মার্ক পেয়ে অরিন মহাপাত্র নজীর গড়ল। শুক্রবার  সাতমাইল হাই স্কুলের  সেন্টার পরীক্ষা পরিচালন কমিটি আরিনকে করে শুভেচ্ছা জানালো। অরিন সাতমাইল ‘কিশলয়’ স্কুলের ছাত্র। তার প্রাপ্ত নম্বর ৩৮৭।

অরিনের সাতমাইল বচ্ছিপুর বাড়িতে  শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন সাতমাইল সেন্টারের দায়িত্বপ্রাপ্ত হরিপদ নায়ক ও গৌরাঙ্গ মন্ডল। প্রসঙ্গত উল্লেখ্য এবছর রেজাল্টে প্রথম স্থানাধিকারী ৩ জন পূর্ব মেদিনীপুর জেলা।  তারমধ্যে একজন কাঁথি কিশোরনগর প্রাথমিক বিদ্যালয়ের স্বপ্নিল মন্ডল। স্বপ্নিল মোট ৩৯৭ নম্বর পেয়েছিল।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read