নন্দিনী মেলা ও রামনগর উৎসব-২৪ উপলক্ষে শুক্রবার সাহিত্য বাসর অনুষ্ঠিত হলো। নন্দিনী মেলা ও রামনগর উৎসব -২৪ কমিটির সহযোগিতায় রামনগর রবি তীর্থ আয়োজিত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় পঞ্চাশ জনের অধিক কবি সাহিত্যিকদের উপস্থিতিতে এক অনুপম সাহিত্য বাসর অনুষ্ঠিত হয়। এই সাহিত্য বাসর অনুষ্ঠানে সভাপতিত্ব অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং বিশিষ্ট কবি সাহিত্যিক বৃন্দাবন গিরি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক ডাঃ লক্ষীকান্ত দেবনাথ,বিশেষ অতিথি ডাঃ দেবায়ন দেবনাথ। বিশিষ্ট কবি সাহিত্যিকদের মধ্যে কবিতা পাঠ করেন নিমাই মাইতি, দেবাশীষ গির গোস্বামী, বীর কুমার শী, অনিন্দিতা দত্ত, শেখ মনিরুল ইসলাম, বিরথ মন্ডল, এস মহিউদ্দিন, শিবানী পাঁজা, উজ্জ্বল পায়ড়্যা, সুদীপ্তা মাইতি, বিথীকা পড়ুয়া মহাপাত্র,কিশোর নাগ,গৌতম পাত্র,হরিহর গায়েন,নিমাই মাইতি, দেবাশীষ মিশ্র,ফুলকুমার বেরা, মিঠু সিং সহ আরো অনেক কবি সাহিত্যিক।
সাহিত্য বছরে উপস্থিত ছিলেন রামনগর ১পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরম সার। এই অনুষ্ঠানে রবি তীর্থ এর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভুরাম প্রধান ও পিউলি নন্দ গোস্বামী। পিউলি নন্দ গোস্বামী বলেন ১৬ তম নন্দিনী মেলায় রামনগর এক ব্লকের বিডিও পূজা দেবনাথ এর ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রথমবার সাহিত্য বাসর অনুষ্ঠিত হলো। বর্ণময় পরিস্থিতিতে সাহিত্যের প্রাণবন্ত আড্ডা বসাই কবি সাহিত্যিকগণ খুশি বলে জানান।