Select Language

[gtranslate]
১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দহদয়া সমবায়ের উদ্যোগে আন্তঃবিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার শুভ সূচনা

দহদয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যবস্থাপনায় আন্ত বিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার বর্ণময় শুভ উদ্বোধন হলো শুক্রবার সকালে। সমবায়ের পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতা কেটে ক্রিকেট প্রতিযোগিতার শুভ সূচনা হয়। ফিতা কেটে এবং ব্যাট করে খেলার শুভ উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। অখিল বাবু ব্যাট করলে বল করেন সমিতির সম্পাদক শীর্ষেন্দু বিকাশ কুন্ডু।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি তথা রামনগর ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম দাস, জেলা পরিষদ সদস্যা শম্পা মহাপাত্র, রামনগর মার্কেটিং সোসাইটির সভাপতি কেশব কৃষ্ণ দাস,পদিমা -২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র, ব্যবসায়িক সংগঠনের পক্ষ থেকে পার্থ সখা জানা, সহ সমিতির সকল ডাইরেক্টর কর্মী ও শুভানুধ্যায়ীগণ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির মুখ্য প্রবন্ধক নির্মাল দে।এই নক আউট আন্ত বিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় ৮টি বিদ্যালয়ের মধ্যে প্রতিযোগিতা হবে। উদ্বোধনী খেলায় দেপাল বানেশ্বর চারুবালা হাই স্কুল এবং দীঘা ডি এল হাই স্কুল মুখোমুখি হয়। প্রতিটি খেলা ১০ ওভারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আগামী ৩১ ডিসেম্বর চূড়ান্ত খেলা এবং পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছেন সমিতির সম্পাদক শীর্ষেন্দু বিকাশ কুন্ডু।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read