Select Language

[gtranslate]
১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বালিঘাইতে তৃণমূল কিষান ক্ষেতমজুর কমিটির সভা

পূর্ব মেদিনীপুর কাঁথি সাংগঠনিক জেলার অন্তর্গত বালিঘাইতে “কাঁথি সাংগঠনিক জেলা কিষান ক্ষেতমজুর কমিটির” ডাকে বর্ধিত সভায় হল। ক্ষেত মজুরদের  অক্লান্ত পরিশ্রমে আমাদের দৈনন্দিন দুমুঠো অন্য জোটে, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানালেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি পন্ডা। ফসল তাঁদের কাছে নিজের সন্তানের মতো। আমরা যা খেয়ে জীবন নির্বাহ করি তার মূল ভিত হলো আমাদের কৃষকরা।

আমাদের অন্নের যোগাড় করার লক্ষ্যে অনেক সময় তাঁদের নিজেদের দু’মুঠো ভাতও খাওয়া হয় না। তবুও তারা নিরন্তর পরিশ্রম করেন। আজকের এই সভায় উপস্থিত থেকে বাংলার সমস্ত কৃষক তথা ক্ষেতমজুরদের অন্তরের অন্তঃস্থল থেকে জানালেন করজোড়ে প্রণাম। সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের   ক্ষুদ্র ও কুটির শিল্প শিল্প উন্নয়ন মন্ত্রী  শ্রীকান্ত মাহাতো , এগরা বিধানসভার  বিধায়ক  তরুণ কুমার মাইতি, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস এর কিষান সেল এর সভাপতি প্রকাশ রায় চৌধুরী , তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কিষাণ সেলের সভাপতি তথা তিন সাংগঠনিক জেলার কিষাণ সেলের অবজারভার  সুধাংশু আদক, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের এস সি সেলের সভাপতি  মানিক ঘোড়াই , কাঁথি ৩ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নন্দদুলাল মাইতি  এবং ব্লক এবং অঞ্চল স্তরের সমস্ত কৃষক নেতা। কৃষকদের বিভিন্ন সমস্যা আলোচনা হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read