Select Language

[gtranslate]
১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাউন্ট লিটেরা জি স্কুলের সাফল্য, সাব-জুনিয়র জুডো চ্যাম্পিয়নশিপে জাতীয় পর্যায়ে সুযোগ

পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো এসোসিয়েশন এর ব্যবস্থাপনায় ৫১ তম ওয়েস্ট বেঙ্গল স্টেট সাব-জুনিয়র জুডো চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য পেল মাউন্ট লিটেরা জি স্কুলে ছাত্র-ছাত্রীরা। এই প্রতিযোগিতায় কাঁথির মাউন্ট লিটেরা জি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র নীল আদক এবং সপ্তম শ্রেণীর ছাত্রী তৃপ্তি রায় যথাক্রমে ৬৬ কেজি ও ৪৮ কেজির গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে টেট গোল্ড চ্যাম্পিয়ন হয়।এরা জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। এই স্কুলের শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণির আয়ুস জানা ৬৬ কেজি গ্রুপের ব্রোঞ্জ লাভ করে। সপ্তম শ্রেণীর নিরুপম চন্দ ৪০ কেজি গ্রুপে যুগ্মভাবে ব্রোঞ্জ পদক লাভ করে।

এই প্রতিযোগিতা থেকে ১৮ জন নির্বাচিত হয়েছে জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। বিজয়ীদের হাতে শনিবার পদক তুলে দেওয়া হয় আনুষ্ঠানিকভাবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথির মাউন্ট লিটেরা জী স্কুলের ডিরেক্টর ডাঃ সৈকত মন্ডল সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং পূর্ব মেদিনীপুর জুডো অ্যাসোসিয়েশনের সম্পাদক অজয় নন্দী, ইন্টারন্যাশনাল রেফারি সমীর পাল সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এবার জাতীয় জুডো কম্পিটিশনের ৯ জন ছাত্রী ও ৯ জন ছাত্র অংশগ্রহণ করবে।   এর সূচনা হয়েছিল  শুক্রবার।  পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো এসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট দীপক সার বিজয়ীদের অভিনন্দন ও জাতীয় স্তরের প্রতিযোগিতায় সাফল্য কামনা করেছেন।  এই প্রতিযোগিতায় রাজ্যের ৯ টি জেলা থেকে মোট ১১০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। বীরভূম, জলপাইগুড়ি, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা পূর্ব, মেদিনীপুর মুর্শিদাবাদ ও ক্যালকাটা জুডো ক্লাব ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read