মিষ্টি ভোজন রসিকদের জন্য সুখবর। সৈকত শহর দিঘাতে মিষ্টির রসনা তৃপ্তির জন্য নতুন বছরে মিষ্টি উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উৎসবের কথা ঘোষণা করেছেন। দীঘার বাংলা কনভেনশন সেন্টারে ৭থেকে ৯ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে মিষ্টি উৎসব। রাজ্যের সমস্ত জেলার বিখ্যাত মিষ্টি এবং ভিন রাজ্যের বিখ্যাত মিষ্টির পসরা নিয়ে আসবেন মিষ্টি বিক্রেতাগণ।
মিষ্টি খাওয়ার পাশাপাশি উৎসবকে আকর্ষণীয় করে তুলতে লোকশিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হবে। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত সামগ্রী বিক্রির জন্য স্টলও থাকবে। মন্ত্রী মানুষ ভূঁইয়া বলেন দীঘাকে আনন্দমুখর করে তোলার জন্য এই আয়োজন। বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অখিল গিরি বলেন দিঘাতে এই প্রথম মিষ্টির উৎসব শুরু হবে।
Author: ekhansangbad
Post Views: ৪৬