Select Language

[gtranslate]
১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বারুইপুরে বাজি বিস্ফোরণে বাড়ি ভেঙে চুরমার, আহত ৩

প্রদীপ কুমার সিংহ :- কয়েক মাস আগে পশ্চিমবাংলা বিভিন্ন জায়গায় বাজি বিস্ফোরণ হয়। তাতে করে বেশ কয়েকজন গুরুতর আহত ও মৃত্যু হয়। দক্ষিন ২৪ পরগনা জেলার বারুইপুর থানার এলাকায় শনিবার বাড়িতে মজুদ রাখা বাজি থেকেই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটনা ঘটে ।বিস্ফোরণের তীব্রতায় ভেঙে চুরমার হয়ে গেল বাড়ি।শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হাড়াল গ্রামের সরদার পাড়ায়।স্থানীয় বাজি ব্যবসায়ী পিন্টু মন্ডলের বাড়িতে এদিন বিস্ফোরণ ঘটে।সেই সঙ্গে সঙ্গে ঘটে অগ্নিকান্ড। বিস্ফোরণের তীব্রতায় বাড়ি ভেঙ্গে চুরমার হয়ে যায়।সেই সঙ্গে পুড়ে
ছারখার হয়ে যায় বাড়ি।

বাড়ির মধ্যে থাকা গৃহকর্তা পিন্টু মণ্ডল,সহ শুভঙ্করী সর্দার ও ভক্তি সর্দার অগ্নিদগ্ধ হন।তাদেরকে দ্রুত উদ্ধার করে কলকাতার হাসপাতলে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।এদিকে গ্রামবাসীরা বিস্ফোরণের শব্দে ছুটে আসে ঘটনাস্থলে। তারাই সাথে সাথে আগুন নেভানোর কাজে হাত লাগায়।পরে ঘটনাস্থলে চলে আসে বারুইপুর থানার পুলিশ। গ্রামবাসীদের দাবি। বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লেগে যায় বাজিতে। বারুইপুর থানায় খবর গেলে সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে পৌঁছায়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read