Select Language

[gtranslate]
১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

থিয়েটার শাইন এর প্রথম পর্বের জাতীয় নাট্য উৎসব

কেকা মিত্র :- থিয়েটার শাইন আয়োজন করেছিল জাতীয় নাট্য উৎসব ২০২৪-২৫-এর প্রথম পর্ব। এই বছর থিয়েটার শাইন নাট্য উৎসবের আগে এই উৎসবেরই অংশ হিসেবে আয়োজন করা হয়েছিলো সারা বাংলা সাংস্কৃতিক প্রতিযোগিতা, যেখানে বিষয় হিসেবে ছিল নৃত্য, অঙ্কন ও আবৃত্তি। নৃত্য প্রতিযোগিতায় ঊষা, মঞ্জরী ও বিহঙ্গ এই তিনটি বিভাগ থাকলেও বিহঙ্গ বিভাগে কোন অংশগ্রহণকারী না থাকার কারনে, প্রথম দুটি বিভাগ নিয়েই প্রতিযোগিতা আয়োজন করা হয়। অঙ্কন প্রতিযোগিতায় তিনটি বিভাগ ছিল, রামধনু, জলছবি ও প্রতিবিম্ব। তিনটি বিভাগ মিলিয়ে প্রায় ৮৩ জন প্রতিযোগী অংশ নিয়েছিল। এবার আসি দুই দিন ব্যাপি থিয়েটার শাইন এর প্রথম পর্বের নাট্য উৎসবের কথায়।
উৎসবের প্রথম পর্বের প্রথম দিন অনুষ্ঠানটির শুভ সূচনা করেছেন বিশিষ্ট নাট্য সমালোচক আশীষ গোস্বামী , শিল্পীমন নাট্য দলের কর্ণধার, নাট্যকার ও নির্দেশক  শঙ্কর তালুকদার , বিশিষ্ট নাট্যাভিনেতা সন্তু সাঁধুখা, হুগলি জেলা পরিষদের তথ্য, সংস্কৃতি ও ক্রীড়া বিভাগের কর্মাধ্যক্ষ  সুবীর মুখার্জী , বিশিষ্ট সমাজসেবী শম্ভু সাউ ও ডানকুনি পৌরসভার ১৪নং ওয়ার্ডের পৌরমাতা সর্বাণী সাউ।
দীর্ঘ বেশ কয়েক বছর ধরে থিয়েটার শাইন নাটক নিয়ে নানা রকম গবেষণা মূলক কাজ করে চলেছে। সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা নাটক করেছে। এখনও করে চলেছে।
ডানকুনির বিনোদিনী নাট্য মন্দির হলে ১৪ ও  ১৫ এই দুদিনের নাট্য উৎসবে মোট ৪ টি নাটক মঞ্চস্থ হলো। প্রথমদিন উপস্থাপিত হলো  ভগিনী সেনা,
মরনোপ্রান্ত। দ্বিতীয়দিন মঞ্চস্থ হয় নাটক রাজরক্ত ও কোথায় যাবো। সব মিলিয়ে জমে উঠেছিলো থিয়েটার শাইন এর প্রথম পর্বের জাতীয় নাট্য উৎসব। এই থিয়েটার সাইন এর দ্বিতীয় পর্বের আগামী নাট্য উৎসব অনুষ্ঠিত হবে ২৫ এবং   ২৬ জানুয়ারি দক্ষিণ কলকাতার যোগেস মাইম একাডেমিতে।আর্থিক সহযোগিতায় আছে
সংস্কৃতি মন্ত্রক,ভারত সরকার।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read