Select Language

[gtranslate]
২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দিঘার রাজবাড়ীতে বর্ষবরণে রক্তদান, প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সৈকত নগরী  দিঘার রাজবাড়ী প্রাঙ্গণে বর্ষবরণ বর্ষবিদায় উৎসব উপলক্ষে  রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, সংস্কৃতি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছিল দীঘা শ্রমিকস্। প্রত্যেক বছরের ন্যায় এবারও বছরের শেষের দিনে অনুষ্ঠান শুরু হয়ছে, নতুন বছরের প্রথমদিন অনুষ্ঠানের সমাপ্তি হবে। এই সংস্থা ১৯৯৯ সালে পথ চলা শুরু করে ২৫ তম বছরে পদার্পণ করলো।

সকালে রক্ত দান শিবিরের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে। বিকালে অঙ্কন প্রতিযোগিতায় প্রায় ৫০০ ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করে। সন্ধ্যায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। প্রদীপ জ্বালিয়ে বস্ত্র বিতরন অনুষ্ঠানের  সূচনা করেন প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক অখিল গিরি। এ ছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি বিশ্বজিৎ জানা সহ সমস্ত সদস্য বৃন্দ। উপস্থিত ছিলেন রামনগর -১  পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ  উত্তম দাস  সহ অন্যান্য সমাজসেবী ও জ্ঞানী গুণী জন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read