Select Language

[gtranslate]
২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নববর্ষে পর্যটনের উচ্ছ্বাস, সুরক্ষা ও পরিবেশ রক্ষায় কড়া নিয়ম চালু দীঘায়

২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনের সকাল থেকেই পূর্ব মেদিনীপুরের মান্দারমনি- দিঘা সহ জেলার অন্যান্য সৈকত শহর গুলি একেবারে জমজমাট।এবার ইংরেজী নতুন বছর ২০২৫কে ঘিরে উন্মাদনা চরমে উঠলো পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘা-মান্দারমনি সহ অন্যান্য এলাকায়। হোটেলে হোটেলে থাকছে বিনোদনের অফুরন্ত ব্যবস্থা। ভিড়ও বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই। এরই মধ্যে হোটেলগুলির জন্য চালু হল একগুচ্ছ নিয়মাবলী। পর্যটকদের আরও ভাল পরিষেবা দেওয়ার জন্য  ‘দিঘা, শঙ্করপুর উন্নয়ন পর্ষদ’ ও দিঘার হোটেল অ্যাসোসিয়েশনগুলি এই উদ্যোগ নিয়েছে বলে দাবি করা হয়েছে।নতুন বছরে একেবারে প্রথম দিন থেকেই দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ও সব হোটেল সংগঠনের যৌথ আলোচনায় এই নতুন নিয়ম চালু হচ্ছে বলে জানা গেছে।

রামনগরের বিধায়ক অখিল গিরি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘাকে বদলে দিয়েছেন।তাঁর হাত ধরেই দিঘা সহ অন্যান্য সৈকত শহর গুলি সেজে উঠেছে।সারা বছর ধরে পর্যটকদের ভীড় লেগে থাকে।মুখ্যমন্ত্রীর সেই প্রয়াসকে আরো সফল করতে পর্ষদ ও হোটেল গুলি যেভাবে এগিয়ে এসেছে,তা প্রশংসার যোগ্য।

পর্ষদ ও হোটেল মালিকদের থেকে জানা গেছে চারিদিকে ঘটে চলা বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপের কথা মাথায় রেখে নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে ।সৈকত শহরের আসা সকল পর্যটকদের নথি যাচাই করা বাধ্যতামূলক করা হয়েছে। ‘স্বাগত’ পোর্টালে পর্যটকদের সম্পর্কে তথ্য আপলোড করতে হবে।কোনও পর্যটককে নিয়ে সন্দেহ হলে, সেই বিষয়ে পুলিশকে জানাতে হবে। প্রয়োজনে সচিত্র পরিচয় পত্র খতিয়ে দেখতে হবে।ট্যুরিস্ট সিভিক অ্যামেনিটিস চার্জ  রেজিস্টার অনুযায়ী দিতে হবে হোটেলগুলিকে। স্বাগত পোর্টালের মাধ্যমে দিতে হবে ওই চার্জ।

এছাড়াও পর্যটন শহর গুলিকে আরো পরিবেশবান্ধব করতে এবং পরিস্কার পরিচ্ছন্ন রাখতে যত্রতত্র নোংরা আবর্জনা ফেলায় নিষেদ্ধাজ্ঞা জারি করা হয়েছে। হোটেলের বর্জ্য রাস্তা বা নালা-নর্দমায় ফেললে ১০,০০০ টাকা জরিমানা দিতে হবে, আইনি পদক্ষেপও করা হবে।
সিদ্ধান্ত হয়েছে প্রতিটা হোটেলের জন্যে  ২ টি করে ডাস্টবিন দেবে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। তার একটিতে তরল বর্জ্য ও অপরটিতে কঠিন বর্জ্য ফেলতে হবে। প্রতিদিন দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের বর্জ্যবাহী গাড়িতেই ফেলতে হবে ডাস্টবিনের ময়লা। গাড়ি না এলে ফোন করতে হবে সংশ্লিষ্ট নম্বরে। সেই নম্বরও দিয়ে দেওয়া হয়েছে।সেই নম্বর হল ৭৫০১২ ৯৫০০১।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read