পূর্ব মেদিনীপুর জেলা রামনগর ২ ব্লকের রামনগর এগরা রোডে দেপালহাট এর কাছাকাছি ধান কাঁটার সামনে দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা মারে এগরার গামী এক প্রাইভেট কার। ধান কাঁটার সামনে দাঁড়িয়ে থাকা ট্রাক ধান বোঝাইর কাজে নিযক্ত ২ শ্রমিক গুরুত্ব আহত হয়। রামনগর থানার খবর পেয়ে পুলিশ পৌঁছায় ঘটনা স্থলে। দুর্ঘটনার জন্য ক্ষুব্ধ সাধারণ মানুষের ভিড় জমে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে রামনগর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
যানবাহন চলাচল স্বাভাবিক করে। স্থানীয় সূত্রে জানা যায় দেপালহাটে ধান কাঁটার সামনে দাঁড়িয়ে ধান বোঝাই করছিল লরি সেই সময় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মারে ২ শ্রমিক গুরুতর আহত হয়।স্থানীয়দের প্রচেষ্টায় গুরুত্ব আহত শ্রমিকদের ও প্রাইভেট এর চালককে স্থানীয় বালিসাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রামনগর থানার পুলিশ প্রাইভেট কারকে আটক করেছে।