ইংরেজী বছরের শেষ দিন পূর্ব মেদিনীপুর জেলার
হলদিয়া মেছাদা ১১৬ নং জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো। নন্দকুমারের দিক থেকে নিমতৌড়ির দিকে স্কুটিতে করে স্ত্রী এবং দুই বাচ্চাকে নিয়ে আসছিলেন এক ব্যক্তি। তমলুক নিমতৌড়ির কাছে সিগন্যাল থাকায় দাঁড়িয়ে পড়েন তিনি।এই স্ময়েই পিছন দিক থেকে একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রন হারিয়ে সজরে ধাক্কা মারে স্কুটিতে ।ঘটনাস্থলে একজন শিশু সহ দুজনের মৃত্যু। এবং বাকী দুইজনকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে। ১১৬ নং জাতীয় সড়ক অবরোধ করে রাখেছেন এলাকার বাসিন্দারা। এলাকার মানুষের দাবি ট্রাফিক পুলিশের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে।
উত্তর সোনামুই অঞ্চলের উপপ্রধান লক্ষণ দাস বলেন ট্রাফিক পুলিশের গাফিলতিতেই এত বড় ঘটনা । এই এলাকায় দ্রুত ফ্লাইওভারের দাবি জানাচ্ছি। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ।
Author: ekhansangbad
Post Views: ১৩