পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির দেশপ্রান ব্লকের দারিয়াপুর অঞ্চলের ভেঙে পড়া সেতুর ধ্বংসাবশেষ পরিদর্শন করলেন উত্তর কাঁথির বিধায়ক সুমিতা সিনহা । সঙ্গে ছিলেন সমাজসেবী পবিত্র প্রধান, প্রদীপ বাশুলি প্রমুখ। খবরে প্রকাশ, কিছুদিন পূর্বে এই সেতুটির উপর দিয়ে ইট বোঝাই মেশিন রিক্সা যাওয়ার সময় ভেঙে পড়ে যায়।
বিধায়ক বলেন – আমি বিধানসভায় থাকাকালীন খবর পাই।, আমি পৌঁছেই এখানে এসেছি। এই সরকারের আমলে রক্ষণাবেক্ষণের অভাবে আজ এই অবস্থা। আমি আজই সংশ্লিষ্ট দফতরে চিঠি দিচ্ছি। যাতে দ্রুত এই সেতু পাকাপোক্তভাবে নির্মাণ হয়। গ্রামবাসীরা বিধায়কের উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন।
Author: ekhansangbad
Post Views: ১১