কাঁথি শহরের সেন্ট্রাল বাস স্ট্যান্ডের একটি ঐতিহ্যবাহী ক্লাব ” হার্ট উইনিং বয়েজ ” । এই ক্লাবের এর বাণী বন্দনার আয়োজনের সূচনা হলো খুঁটি পুজোর মাধ্যমে।
সার্বজনীন এই ক্লাবের মাঙ্গলিক অনুষ্ঠানের খুঁটি উত্তোলন করেন কাঁথি পৌরসভার পৌর প্রধান ও বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি সুপ্রকাশ গিরি। উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তাবৃন্দ এবং শুভানুধ্যায়ী গন।
Author: ekhansangbad
Post Views: ১২