Select Language

[gtranslate]
২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঁথির “সাযুজ্য” সাংস্কৃতিক সংস্থার রজতজয়ন্তী উদযাপন

কাঁথি শহরের “সাযুজ্য “সাংস্কৃতিক সংস্থার রজত জয়ন্তী বর্ষ উদযাপন শুরু হতে চলেছে ৪ জানুয়ারি বিকেলে, চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। তার প্রাক্কালে সাংবাদিক বৈঠক ডেকে বিস্তারিত জানিয়ে দিলেন সংগঠনের সম্পাদক তরুণ মহাপাত্র। তিনি বলেন ২০০০ সালের ৪ মার্চ আবৃত্তি চর্চার কে পাথেয় করে “সাযুজ্য”সংস্কৃতিক  সংস্থার পথ চলার শুরু হয়। চড়াই উতরাই এর মধ্য দিয়ে পথ চলতে চলতে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক সংস্থা হিসেবে গড়ে তুলার ভাবনায় নাট্য চর্চা এবং নৃত্য ও সঙ্গীত চর্চা শুরু হয়। তিনি বলেন নাট্য সংস্থা ও সংগীত পরিষদের মাধ্যমে সাযুজ্য কে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক সংস্থার রুপ দেওয়া হয়েছে। ইতিমধ্যে অনলাইনে আন্তর্জাতিক আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।এই প্রতিযোগিতায় বাংলাদেশ আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। যা ভারতবর্ষে নজীর গড়েছে বলে অভিজ্ঞ মহলের মত।এছাড়াও সারা বাংলা সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এবার রজতজয়ন্তী বর্ষ উদযাপিত হচ্ছে মেদিনীপুর সমন্বয় সংস্থার সহযোগিতায়। এই অনুষ্ঠানে ৪ জানুয়ারি থাকবেন ঈশিতা দাস অধিকারী এবং ৫ জানুয়ারি থাকবেন বিশিষ্ট কবি দেবব্রত দত্ত ও বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন নতুন প্রজন্মের কাছে সুস্থ সংস্কৃতি তুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে এই সংস্থার পথ চলা।

সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ও মেদিনীপুর সমন্বয় সংস্থার রাজ্য সহ-সভাপতি হৃষিকেশ পয়ড়্যা।তিনি এই সংস্থার সাংস্কৃতিক আন্দোলনের আগামী দিনে শ্রীবদ্ধ কামনা করেন। উপস্থিত মেদিনীপুর সমন্বয় সংস্থার কাঁথি এগরা আঞ্চলিক শাখার সম্পাদক বরুণ জানা বলেন অনলাইনে সাংস্কৃতিক প্রতিযোগিতা এটি একটি অভিনব প্রয়াস যা সাযুজ্য করে দেখিয়েছে। অভিনন্দন জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন। উপস্থিত অমলেন্দু বিকাশ জানা বলেন বাচিক শিল্পীরাই নাট্য শিল্পী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। এছাড়া উপস্থিত ছিলেন দেবাশীষ পরিয়ারি সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read