Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিবাহিতা মহিলাদের সাথে ফস্টিনস্টি,খেজুরির নেতাকে ধরে বিয়ে দিলো গ্রামবাসী

বিজেপির কৃষাণ মোর্চার সভাপতি মানস কামিলা সঙ্গে দুই মহিলার বিয়ে দিলো গ্রামবাসী।খেজুরির এই ঘটনার জন্য অভিযোগের তীর শাসক দল তৃনমূলের দিকে। যদিও তৃনমূল তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।উল্টে তাঁরা দাবি করেছেন দুই মহিলার সাথে যৌন মিলনে লিপ্ত থাকার সময়ে হাতেনাতে পাকড়াও করে গ্রামবাসী।তারাই দুই মহিলার সাথে এই বিজেপি নেতার বিয়ের ব্যাবস্থা করেছে।



পুর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার বাঁশগড়া গ্রামের বাসিন্দা মানস কামিলা।বাড়ি থেকে কিছু দূরে পাশের গ্রাম খেজুরির দেখালি বাজারে। প্রায় কুড়ি বৎসর ধরে সোনার ব্যাবসা করছেন এই বিজেপি নেতা।জানা গেছে গত ৩০ জুন রাত্রে বিজেপির কৃষাণ মোর্চার সভাপতি মানস কামিলাকে তার দোকানে দুই মহিলার সাথে নগ্ন অবস্থায় পাকড়াও করে গ্রামের বাসিন্দারা।আরো জানা গেছে মানস কামিলার সাথে অশালীন অবস্থায় ধরা পড়া দুই মহিলা তার আত্মীয়া।

দুই মহিলার সঙ্গে মানস কামিলার দেখালি বাজারে কালি মন্দিরে বাজনা বাজিয়ে ও পুরোহিত-নাপিত ডেকে গ্রামবাসীদের সামনে বিয়ে দেওয়া হয়।পরে সকালে ভ্যান রিক্সায় বর ও তার দুই গৃহবধুকে চাপিয়ে বাজনা বাজিয়ে, বাজী ফাটিয়ে, মিষ্টি বিতরণ করে,আম কাঠাল সহকারে গ্রামে ঘোরানো হয়। অভিযোগ তৃনমূলের বুথ সভাপতি নিখিল পয়ড়ার নেতৃত্বে এই ঘটনা ঘটে।

এদিকে বিজেপির অভিযোগ মানস কামিলাকে পরিকল্পিত ভাবে ফাঁসিয়েছে তৃনমূল।তাঁকে কলুষিত করতে এই ঘটনা ঘটানো হয়েছে।এমনকি মানস কামিলা ও দুই মহিলাকে মারধর করা হয় ।আক্রান্ত তিন জনকে উদ্ধার করে চিকিৎস্যার জন্যে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে তৃণমূল অভিযোগ করেছেন নিজেদের নেতার নক্কারজনক ঘটনা ধামাচাপা দিতে তৃনমূল নেতা নিখিল পয়ড়াকে বিজেপি লোকজন ব্যাপক মারধোর করে। নিখিল পয়ড়াকে আশঙ্কা জনক অবস্থায় কাঁথির দারুয়া হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটিকে ঘিরে ব্যাপক উত্তেজনা এলাকায়।
এর মধ্যে পুলিশি নিষ্ক্রিয়তার আভিযোগ তুলে দুই নির্যাতিতা মহিলা সহ মানস কামিলা কাঁথি কোর্টে অভিযোগ দায়ের করেছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read