Select Language

[gtranslate]
২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আম্বেদকরকে অবমাননার প্রতিবাদে তৃণমূলের মিছিল ও পথসভা

ভারতবর্ষের  সংবিধান প্রণেতা ডঃ. বি. আর. আম্বেদকরের প্রতি বিজেপি নেতৃত্বের কটুক্তি এবং অপমানের প্রতিবাদে খেজুরিতে প্রতিবাদ মিছিল ও পথসভা হল।রবিবার  খেজুরি বিধানসভা তৃণমূল  কংগ্রেস ডাকে তল্লা ব্রীজ থেকে  হেঁড়িয়া বাসস্ট্যান্ড পর্যন্ত বিশাল পদযাত্রা ও প্রতিবাদ সভায় হল। উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক,জেলা সভাধিপতি ও বিধায়ক উওম বারিক, কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি  পীযূষ কান্তি পন্ডা, কাঁথি সাংগঠনিক জেলার চেয়ারম্যান  তরুণ মাইতি, রাজ্য আইএনটিটিইউসির সম্পাদক আমিন সোহেল,   কাঁথি সাংগঠনিক জেলা আই এন টি টি ইউ সি র সভাপতি  বিকাশ চন্দ্র বেজ, কাঁথি সাংগঠনিক জেলা মহিলা সভানেত্রী রিজিয়া বিবি,  কাঁথি সাংগঠনিক জেলা এস সি,ও বি সি সেলের সভাপতি মানিক ঘোড়াই,প্রাক্তন বিধায়ক  রঞ্জিত মন্ডল, কাঁথি সাংগঠনিক জেলার সহ-সভাপতি  বিমান নায়ক, জালালউদ্দিন খাঁন ও খেজুরি বিধানসভার নেতৃত্ববৃন্দ। এই সভা থেকে বিজেপি নেতৃত্ব তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করা হয়। সংসদ সভা কক্ষে সংবিধান প্রণেতা আম্বেদকর কে অবমাননা করায়  বক্তাগণ তীব্রপ্রতিবাদ করেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read