ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডঃ. বি. আর. আম্বেদকরের প্রতি বিজেপি নেতৃত্বের কটুক্তি এবং অপমানের প্রতিবাদে খেজুরিতে প্রতিবাদ মিছিল ও পথসভা হল।রবিবার খেজুরি বিধানসভা তৃণমূল কংগ্রেস ডাকে তল্লা ব্রীজ থেকে হেঁড়িয়া বাসস্ট্যান্ড পর্যন্ত বিশাল পদযাত্রা ও প্রতিবাদ সভায় হল। উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক,জেলা সভাধিপতি ও বিধায়ক উওম বারিক, কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযূষ কান্তি পন্ডা, কাঁথি সাংগঠনিক জেলার চেয়ারম্যান তরুণ মাইতি, রাজ্য আইএনটিটিইউসির সম্পাদক আমিন সোহেল, কাঁথি সাংগঠনিক জেলা আই এন টি টি ইউ সি র সভাপতি বিকাশ চন্দ্র বেজ, কাঁথি সাংগঠনিক জেলা মহিলা সভানেত্রী রিজিয়া বিবি, কাঁথি সাংগঠনিক জেলা এস সি,ও বি সি সেলের সভাপতি মানিক ঘোড়াই,প্রাক্তন বিধায়ক রঞ্জিত মন্ডল, কাঁথি সাংগঠনিক জেলার সহ-সভাপতি বিমান নায়ক, জালালউদ্দিন খাঁন ও খেজুরি বিধানসভার নেতৃত্ববৃন্দ। এই সভা থেকে বিজেপি নেতৃত্ব তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করা হয়। সংসদ সভা কক্ষে সংবিধান প্রণেতা আম্বেদকর কে অবমাননা করায় বক্তাগণ তীব্রপ্রতিবাদ করেন।