আবারো সমবায় নির্বাচনে পূর্ব মেদিনীপুরে সবুজ ঝড়ে ধরাশায়ী হল গেরুয়া শিবির। রবিবার সকাল থেকে কড়া নিরাপত্তায় কাঁথি দেশপ্রাণ ব্লক এর বাঘাপুট সমবায় কৃষি উন্নয়ন সমিতির ডেলিগেট নির্বাচন হয়। সমিতির ৫৪ টি আসনে ভোটগ্রহণ হয় ।
ভোট গ্রহন শেষে গননা হয়। রেজাল্টে দেখা যায় ৪৭টি আসনে তৃণমূল এবং ৭টিতে বিজেপি সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়। এই জয়ের পরে উল্লাসে মেতে উঠে এলাকাবাসী। এই সমিতি তৃণমূল সমর্থিত পরিচালক মন্ডলীর দ্বারা পরিচালিত হয়েছিল। এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা জেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা, ব্লক সভাপতি রাজকুমার শীট, অজিতেশ পাহাড়ী প্রমূখ।
তরুণ জানা বলেন তৃণমূলের উন্নয়নের কাছে বিজেপি ধরাসায়ী হল।মানুষ আবারো তৃণমূলের প্রতি আস্থা ও ভরসার পরিচয় দিল। সমিতির প্রাক্তন সভাপতি অশ্বিনী হাজরা ও সম্পাদক চন্দন মাইতি এই জয়ের জন্য সমিতির সমস্ত সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।