নিখোঁজ এর পাঁচ দিন পর মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হল।রবিবার সকালে মৎস্যজীবীরা কাঁথি ১ ব্লকের হরিপুর খটি থেকে প্রায় এক নটিক্যাল মাইল দূরে নাকচিরা খালের পাশাপাশি এলাকায় বুদ্ধদেব নায়ক এর মৃতদেহ ভাসতে দেখে। হরিপুর খটিতে খবর দিলে কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির সভাপতি আমিন সোহেল এর তত্ত্বাবধানে তিন চারটি ভুটভুটি পাঠান দেহ উদ্ধারের জন্য। তাকে উদ্ধার করে নিয়ে এলে জুনপুর উপকূলীয় থানার পুলিশ তদন্তের জন্য কাঁথি মহকুমা পাতালে তার মৃতদেহ পাঠায়।
উল্লেখ্য ৩১ ডিসেম্বর হরিপুর খটি থেকে মা বিমলা নামের একটি ভুটভুটিতে বুদ্ধদেব নায়ক সহ সাতজন মৎস্যজীবী মৎস্য শিকারে যায়।সেদিন রাতেই বুদ্ধদেব কখন সমুদ্রের জলে পড়ে যায় তার সহকর্মীরা জানতে পারেনি। বহুভাবে খোঁজাখুঁজি করেও তার কোন মিলছিল না। রবিবার তার মৃতদেহ উদ্ধার হলে শোকে ভেঙে পড়ে তার পরিবার। তার পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মৎস্যজীবী নেতা আমিন সোহেল। এই ঘটনায় হরিপুর খটিতে শোকের ছায়া নেমে আসে।