রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিনকে সামনে রেখে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে শনিবার থেকে শুরু হয়েছে “দিদি কাপ ” ক্রিকেট প্রতিযোগিতা। রবিবার ছিলো দ্বিতীয় তথা প্রতিযোগিতার শেষ দিনের খেলা । সকালে মুখ্যমন্ত্রীর জন্মদিনের কেক কেটে তার দীর্ঘায়ু কামনা করা হয়। উপস্থিত সকলের মধ্যে কেকো মিষ্টি বিতরণ করা হয়। কেক কাটেন দিদি কাপের প্রণেতা তথা ক্লাব ইন্দিরা সম্পাদক সুপ্রকাশ গিরি। তারপর রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি জাতীয় পতাকা উত্তোলন করে দ্বিতীয় তথা শেষ দিনের খেলার সূচনা করেন।
খেলা চলাকালীন মাঠে উপস্থিত হয়েছিলেন চন্ডীপুরের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী, তৃনমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, জেলা পরিষদ সদস্যা শম্পা মহাপাত্র, সদস্য সেক আনোয়ার উদ্দিন,কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস, কাঁথি থানার আইসি প্রদীপ কুমার দান, সাবাজপুট পঞ্চায়েত প্রধান রামগোবিন্দ দাস,কাঁথি পৌরসভার কাউন্সিলর শংকর দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অধিক রাতে চূড়ান্ত খেলার পর পুরস্কার বিতরণ করা হয়।বিগত তিন বছর ধরে এই আন্তর্জাতিক মানের খেলা পরিচালনা করে আসছে কাঁথির ক্লাব ইন্দিরা।