Select Language

[gtranslate]
২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাগুইহাটি মেলায় জমে উঠেছিলো জাদুকর ইন্দ্রজিৎ এর ইন্দ্রজাল

কেকা মিত্র :- পেশায় তিনি সাংবাদিকতা করেন। নেশায় তিনি ম্যাজিক দেখান। ক্লাস এইট থেকে কলকাতা দূরদর্শনে নানা ধরনের অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছেন।
সাথে নানা জায়গায় ম্যাজিক এর কর্মশালা করাতে যান। ম্যাজিক নিয়ে লেখালেখি করেন। তার ম্যাজিক নিয়ে বই
যাদু বিজ্ঞানের অন্তরালে প্রকাশিত হয় 2015 সালে। তিনি
আমাদের সুপরিচিত শিল্পী
জাদুকর ইন্দ্রজিৎ আইচ। সম্প্রতি শেষ হলো বাগুইহাটি মেলা। এই মেলা যেমন 32 বছরে পা দিলো তেমন জাদুকর ইন্দ্রজিৎ এর যাদু জীবনও 32 বছরে পদার্পণ করলো। বছরের প্রথম দিনে অর্থাৎ পয়লা জানুয়ারি মেলার মঞ্চে তিনি এক ঘন্টা যাদু প্রদর্শনের মাধ্যমে
অগুণিত মানুষকে আনন্দ দেন।
তিনি দেখান লাল নীল ফ্রেদারের খেলা, তাস ডিম দড়ি থেকে টাকার ম্যাজিক। ছিলো কাগজ পুড়িয়ে চকলেট, মেরা ভারত মহান, ভ্যানিশ এর নানা ভোজবাজির খেলা। তার ম্যাজিক দেখতে উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুর পুরসভার বিধায়ক অদিতি মুন্সী,
মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী, দমদম এর সাংসদ সৌগত রায়, মন্ত্রী সুজিত বসু, মন্ত্রী রথীন ঘোষ, নিউ টাউন এর বিধায়ক তাপস চট্টোপাধ্যায় ও বিধান নগরের মহানাগরিক কৃষ্ণা চক্রবর্তী। মেলার মঞ্চে ছিলো প্রতিদিন নানা ধরনের বিনোদন মূলক অনুষ্ঠান।
সব মিলিয়ে 11 দিনের এই বাগুইহাটি মেলা সাড়ম্বরে উদযাপিত হলো।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read