একদিকে যেমন জগন্নাথ দেবের উল্টো রথের প্রস্তুতি চলছে, অন্যদিকে একই দিনে উল্টো রথের তিথিতে পূর্ব মেদিনীপুরের কাঁথির কন্টাই নান্দনিক ক্লাবের ৪৩ তম বর্ষের দুর্গোৎসবের প্যান্ডেলের খুঁটি পূজা হয়।
হাতে গোনা কটা মাস পার হলেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই দুর্গাপূজায় প্রতিমা থেকে শুরু করে মন্ডপ থিমের সাজে সেজে ওঠে। অপরদিকে কাঁথির ইউথগিল্ড ক্লাব প্রতি বছর নজর কাড়ে দর্শনার্থীদের, এবারেও নতুন থিমে সেজে উঠবে নান্দনিক ক্লাবে এর পূজা। সে ভাবেই সেজে উঠবে আবার, তাঁর আগে ৩৪বছরে পদার্পন করায় যাঁকজমক করে চলছে খুঁটি পূজা।
এদিনের নান্দনিক ক্লাবের খুঁটি পূজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুক লোকসভার সাংসদ দিব্যেন্দু অধিকারী সহ ক্লাবের সকল সদস্য ও সদস্যরা।
Author: ekhansangbad
Post Views: ৭৬