সর্বভারতীয় বাংলা সাহিত্য ও সংস্কৃতির শতবর্ষ অতিক্রান্ত সংগঠন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের ৯২ তম সর্বভারতীয় বার্ষিক কেন্দ্রীয় অধিবেশন গত ৫ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত শান্তিনিকেতনের ডাকবাংলো ময়দানে অনুষ্ঠিত হয়ে গেল। সংগঠনের শান্তিনিকেতন শাখার উদ্যোগে আয়োজিত এই অধিবেশনের সূচনায় ‘দখিন হাওয়া বাড়ি’ থেকে সম্প্রীতি শোভাযাত্রা বোলপুর শহর পরিক্রমা করে ডাকবাংলো ময়দানের সুসজ্জিত মঞ্চে এসে থামে। বিশেষ উল্লেখ্য ৯২ তম অধিবেশনের স্মরণে ৯২টি শাখা সংগঠন বিপুল উৎসাহ উদ্দীপনায়
৯২টি বৃক্ষরোপণ করেন। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং সম্মেলনী পতাকা উত্তোলন করেন সম্মেলনের কেন্দ্রীয় সভাপতি স্বপন গাঙ্গুলী। জাতীয় সংগীত ও সম্মিলনী সংগীত “মোদের গরব মোদের আশা,আ মরি বাংলা ভাষা” পরিবেশন করেন শান্তিনিকেতন শাখার সদস্য-সদস্যাবৃন্দ। মাঙ্গলিক প্রদীপ প্রজ্জালন এবং বেদমন্ত্র পাঠের পর স্বাগত ভাষণ দেন অভ্যর্থনা সমিতির সভাপতি ফয়েজুল হক। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সচিব অনিল ধর,সভাপতি স্বপন গাঙ্গুলী, সমর নাগ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশিষ্ট গুণীজনদের স্মারক সম্মানে সংবর্ধিত করা হয়।
বাংলা সাহিত্য বিষয়ক আলোচনায় অংশ নেন বিভিন্ন শাখার প্রতিনিধিবৃন্দ। কবিতা পাঠ,আবৃত্তি,নাচ,গান শ্রুতি নাটক, লোকসংগীত,নৃত্য সমন্বয়ে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। স্ব-স্ব সাংস্কৃতিকক্ষেত্রে প্রতিষ্ঠিত ৩২ জন প্রতিনিধিকে ‘সম্মেলন পুরস্কার’-এ সম্মানিত করা হয়। অনুষ্ঠানে স্মরণিকা এবং সম্মেলনী পত্রিকা প্রকাশিত হয়। সম্মেলনের পরীক্ষা পরিষদ পরিচালিত ২০২৩ এবং ২০২৪ শিক্ষাবর্ষে সর্বভারতীয় স্তরের বাংলা পরীক্ষায় স্থানাধিকারীদের পুরস্কার এবং শংসাপত্র প্রদান করা হয়। উল্লেখ্য কাঁথি-দীঘা শাখা থেকে ২০২৩ বর্ষের ৯ জন ২০২৪ বর্ষের নজন পরীক্ষার্থী সর্বভারতীয় স্তরে প্রথম,দ্বিতীয়,তৃতীয় স্থান অধিকার করেছে এবং চার শতাধিক ছাত্র-ছাত্রী কৃতিত্বের সঙ্গে সসম্মানে উত্তীর্ণ হয়েছে। সম্মেলনে কাঁথি-দীঘা শাখা থেকে ১৬ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। শাখা সাংস্কৃতিক সম্পাদক নটেন্দ্রনাথ দাসের সংগীত পরিচালনায় পরিবেশিত রবীন্দ্র জীবনের প্রেক্ষাপটে মনোজ্ঞ গীতি আলেখ্য দর্শকবৃন্দের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। সঙ্গীতে বনানী সাহু, তমাল পল্লব বিশ্বাস, কবিতা দিন্দা, ভাষ্যে তাপস কুমার বেরা ও ড. রতন কুমার সামন্তের নিবেদন ছিল আন্তরিক। এছাড়াও অংশগ্রহণ করেন ড.কালীপদ প্রধান,শুভেন্দু খাটুয়া,রাজ্য ও কেন্দ্রীয় সদস্যা তথা শাখা-সম্পাদিকা রীনা দাস, দেবাশিস মাঝি,প্রসেনজিৎ বেরা। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন অভ্যর্থনা সমিতির সভাপতি কিশোর ভট্টাচার্য।