Select Language

[gtranslate]
২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঁথি শিশুমহলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কাঁথি মহকুমার অন্যতম শিশু-কিশোর সংগঠন কাঁথি শিশুমহলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল সোমবার সন্ধ্যায়। কাঁথি বীরেন্দ্র স্মৃতিসৌধে আয়োজিত  অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সংস্থার নবতিপর সভাপতি অনিল মিশ্র। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রাক্তনী ডা. বিজুরিকা মাল। অনুষ্ঠানের প্রথম পর্বে বিশিষ্ট অতিথিবৃন্দ ছিলেন সংস্থার পৃষ্ঠপোষক কাঁথি ক্লাবের সভাপতি প্রকাশ চন্দ্র গিরি,সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু মাইতি, সংস্থার সহ-সভাপতি নিশীথ রঞ্জন মাইতি,অবসরপ্রাপ্ত অধ্যাপক সজল সামন্ত, অঞ্জন কুমার দাস। মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বালন ও শান্তি মন্ত্রের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্বের সূচনা হয়। স্বাগত ভাষণ সহ সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সম্পাদক নটেন্দ্রনাথ মাঝি। এই পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় সফল স্থানাধিকারীদের হাতে অতিথিগণ পুরস্কার তুলে দেন।

উপস্থিত ছিলেন প্রশিক্ষক-প্রশিক্ষিকা দেব কুমার দাস, মহুয়া পণ্ডা, দিব্যেন্দু ভূঁঞ্যা,সীতেশ পণ্ডা, সুনীতা দে সাঁতরা, পাপিয়া বর্মণ, সুমতি বর্মন,রানী সাহু, আরাত্রিকা মণ্ডল, সৌগতা জানা, সহযোগী সদস্যা সুপ্তি দত্ত,সাবিত্রী রাণা, সদস্য-সদস্যা ছবি গিরি, সুব্রত সাহু, গৌরহরি দাস, সোম সুন্দর গুড়িয়া,দেবব্রত সাউ প্রমুখ।দ্বিতীয় পর্বে  উপস্থিত ছিলেন কাঁথি শিশুমহলের প্রাক্তনী বর্তমানে আমেরিকা প্রবাসী কনস্ট্রাকশন মেটেরিয়ালস কনসালট্যানটস্ এবং অ্যাপ্লায়েড পেট্রোগ্রাফিক সার্ভিসেস নামক দু-টি সংস্থার কর্ণধার দীপায়ন জানা।তাঁকে সংবর্ধনা জানিয়ে স্মারক উপহার দেওয়া হয়। এই পর্বে  বিভিন্ন ফ্যান্সি ড্রিল, রিং ড্রিল, জিপসি ড্রিল, আবৃত্তির কোলাজ, লোকনৃত্য,সমবেত নৃত্য,ছড়া নৃত্য, জিমন্যাস্টিকস্ সহ রিদমিক্ যোগার কলাকৌশল তুলে ধরে শিশু শিক্ষার্থীরা। জন্মশতবর্ষে সর্বজনপ্রিয় দুই বাঙালি–কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে শ্রদ্ধা জানিয়ে তাঁরই কবিতার সম্মেলক আবৃত্তি এবং দৃশ্যায়ন ‘ছুটির মজা’ এবং প্রবাদপ্রতিম সংগীত সুরস্রষ্টা সলিল চৌধুরীর কালজয়ী সংগীতের নৃত্যের কোলাজের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান নিবেদন ছিল অভিনব ও আন্তরিকতাপূর্ণ। অভিভাবিকাদের দ্বারা পরিবেশিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বীরত্বব্যঞ্জক নৃত্য ‘ঢালি’ দর্শকবৃন্দের কাছে অত্যন্ত উপভোগ্য হয়ে ওঠে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রাক্তনী প্রশিক্ষক যুগ্ম সহ-সম্পাদক প্রমথেশ মণ্ডল ও প্রশিক্ষক বাচিক শিল্পী বেলাল উদ্দিন। অনুষ্ঠান শেষে সবাইকে  ধন্যবাদ জানান সংস্থার সহ-সভাপতি নিশীথ রঞ্জন মাইতি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read