দিঘা থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হল দশটি চোরাই ফোন। গত ৩ জানুয়ারী দিঘা থানার পুলিশ হাওড়া জেলার বাসিন্দা ৬ জনকে গ্রেপ্তার করেছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে আরো দশটি চুরি যাওয়া ফোন উদ্ধার করল। গত ৩ জানুয়ারি রাতে দিঘায় এক অভিযান চালিয়ে ৬ জন পকেটমারকে গ্রেফতার করেছিল। গ্রেফতারের সময় তাদের থেকে তিনটি ফোন উদ্ধার করা হয়েছিল।
দিঘা থানার ওসি অমিত প্রামানিক জানান তাদের মধ্যে চারজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরো দশটি ফোন উদ্ধার করা হয়েছে। চারজনকে পুলিশ হেফাজতের পর বুধবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের জেল হাজতের নির্দেশ দেন।
Author: ekhansangbad
Post Views: ১২