Select Language

[gtranslate]
২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশপ্রাণ মহাবিদ্যালয়ে উচ্চ শিক্ষা স্ট্যান্ডিং কমিটির পরিদর্শন

দেশপ্রান মহাবিদ্যালয়ে বিধানসভার উচ্চ শিক্ষা দপ্তরের স্ট্যান্ডিং কমিটির পরিদর্শক দল কলেজে সকালে এসে পৌঁছায়। পরিদর্শক দলে ছিলেন ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বিধায়ক রফিকুল মন্ডল, বিধায়ক সুকান্ত পাল এবং অন্যান্য বিধায়ক গন। স্ট্যান্ডিং কমিটির কলেজ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের  আধিকারিক, কাঁথি ৩ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক,   কলেজ পরিচালন কমিটির সভাপতি ও প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর, পরিচালন কমিটির সদস্য আইনজীবী আবু সোহেল ও অধ্যাপক সুবীর সামন্ত,অধ্যক্ষ ডঃ সুবিকাশ জানা।

স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিগণ প্রথমে  বীরেন্দ্রনাথ শাসমলের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। কলেজের পেপার প্রেজেন্টেশন দেখেন।এরপরে দুপুরে পৃথক পৃথকভাবে ছাত্র-ছাত্রীদের সঙ্গে, কলেজ পরিচালন কমিটির সঙ্গে, অধ্যাপক অধ্যাপিকা এবং কলেজ কর্মীদের সঙ্গে বৈঠক করেন।  কলেজের কি কি অসুবিধা আছে তাদের কাছ থেকে জানতে চান। কলেজে বিশ্ববিদ্যালয়ের   আন্ডার গ্রাজুয়েটের সিলেবাস সহ অন্যান্য সবকিছু জানতে চান। বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনের সময় আন্ডার গ্রাজুয়েটের প্র্যাক্টিক্যাল কেন তুলে নিয়েছে উপাচার্য কাছে জানতে চেয়েছিলেন বলে সেই বিষয়েও এখানে উত্থাপন করেন। এছাড়া ছাত্রছাত্রীদের পড়াশোনার বিষয়ে কি কি অসুবিধা আছে সেগুলো জানতে চেষ্টা করেন। বিকাল ৫ টায় পরিদর্শক দল  কলকাতা উদ্দেশ্যে রওনা দেয়।

তবে তার আগে  কলেজের ছাত্র সংসদের সঙ্গে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বিধায়ক রফিকুল মন্ডল এবং ওএসডি মলয় মুখোপাধ্যায় কলেজের মাঠ পরিদর্শন করেন ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read