Select Language

[gtranslate]
২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঁথি তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে “দীক্ষা” কর্মসূচির সূচনা

কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে শুক্রবার  থেকে প্রতিটি ব্লকের অঞ্চলে অঞ্চলে শুরু হলো রাজ্যের ঘোষিত কর্মসূচি “দীক্ষা”। মহিলা সংগঠনকে আরো মজবুত করার লক্ষ্যে এবং ২০২৬ এর বিধানসভায়  মহিলা সংগঠনের একত্রিত হয়ে লড়ার লক্ষ্যে মহিলা ভোট কে শক্তি শালী করে মা মাটি মানুষের সরকার আবার একবার  গড়ার লক্ষ্যে শুরু হলো এই কর্মসূচি। শুক্রবার এগরা ২ ব্লকের
দেশবন্ধু গ্রামাঞ্চয়েত থেকে এই কর্মসূচির সূচনা হলো। উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃনমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী রিজিয়া বিবি।


এগরা ২ ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী শ্রাবন্তী দাস, দেশবন্ধু অঞ্চলের  তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক মহাপাত্র, গ্রাম পঞ্চায়েতের প্রধান মামনি রানা,জেলা পরিষদের সদস্যা খুকু মন্ডল,পূর্ত সঞ্চালক তপন মিশ্র, সভাপতি সঞ্জয় মান্না, পঞ্চায়েত সমিতির সদস্যা শেফালী সাউ এবং অন্যান্য সদস্য সদস্যা ও অন্যান্য নেতৃত্ব বৃন্দ।
প্রায় ২০০ জন মহিলাকে নিয়ে এই কর্মসূচি হয়
আগামী দিন কাঁথি সাংগঠনিক জেলার সমস্ত ব্লকে ব্লকে ও সমস্ত পৌরসভা য় এই কর্মসূচি সংঘটিত হবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read