Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পালিত হচ্ছে ঈদ-উল-আজহা

পূর্ব মেদিনীপুর জেলার ২৫ টি ব্লক ও ৫ টি পৌরসভা এলাকা র সর্বত্র শান্তিপূর্ণ ও প্রীতির পরিবেশে ঈদ-উল-আজহা পালিত হয়েছে। এই ঈদ কোরবানি বা বকরীদ নামেও পরিচিত। কাঁথি ও এগরা মহকুমা র দারুয়া,হাতীশাল বাজার,বসন্তিয়া, হিঞ্চি,কাজলা,ধনদীঘি,গিমাগেড়িয়া,বাধিয়া,মাজনা,কালিন্দী, দেউলীহাট,কশবাগোলা, জেড়থান,ঘোলাবাড়, হিজলী শরীফ,অমর্ষি,পটাশপুর, ভগবানপুর,এগরা,ইটাবেড়িয়া, দুরমুঠ জামে মসজিদ, চৌধুরীবাড়,হরিপুর, ধর্মদাসবাড়,খাগড়াবনি,মৈশামুণ্ডা, তাজপুর প্রভৃতি ঈদগাহে ঈদ-উল-আজহা পালিত হয়। কোরবানির মর্মার্থ হলো ত্যাগ বা আত্মোৎসর্গ।সৃষ্টিকর্তার উদ্দেশ্যে পশু কোরবানি দেওয়া হয়ে হয়।প্রকৃত উদ্দেশ্য হল ত্যাগ বা আত্মোৎসর্গে ব্রতী হওয়া। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হাতীশাল বাজার ঈদগাহে নামাজ শেষে সম্প্রীতির মেলবন্ধনে সকলের সাথে আবদ্ধ হন।শুধু পশু কোরবানি নয় নিজেদের পশুত্বকে কোরবানি দিয়ে সৌহার্দ্য ও সহমর্মিতার বাতাবরণ কে মজবুত করে দেশ ও জাতির কল্যাণে এই উৎসবের মুখ্য দিক

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read